ISL : রাতারাতি বড় দলবদল হয়ে গেল আইএসএলে

প্রতীক্ষার অবসান। আগামী মরশুমের জন্য ভাগ্য চূড়ান্ত দল ইন্ডিয়ান সুপার লিগ (ISL) ইতিহাসের অন্যতম সেরা বিদেশি ফুটবলারের। ইস্পাত নগরী (Jamshedpur) থেকে মায়ানগরীর (Mumbai) উদ্দেশে পাড়ি…

ISL : রাতারাতি বড় দলবদল হয়ে গেল আইএসএলে

প্রতীক্ষার অবসান। আগামী মরশুমের জন্য ভাগ্য চূড়ান্ত দল ইন্ডিয়ান সুপার লিগ (ISL) ইতিহাসের অন্যতম সেরা বিদেশি ফুটবলারের। ইস্পাত নগরী (Jamshedpur) থেকে মায়ানগরীর (Mumbai) উদ্দেশে পাড়ি দিলেন গ্রেগ স্টুয়ার্ট (Greg Stewart)।

মঙ্গলবার গভীর রাতে মিলেছিল বহু আলোচিত এই সই সংবাদ। গ্রেগ স্টুয়ার্ট কোন দলে যোগ দেবেন সে দিকে তাকিয়ে ছিলেন আপামর ফুটবল মহল। ভারতের একাধিক ক্লাব যেমন তাঁকে দলে নিতে চেয়েছিল, তেমনই অন্য দেশের ক্লাবের নজরেও তিনি ছিলেন।

সূত্র উদ্ধৃত করে সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমে বলা হয়েছে যে গ্রেগকে সই করানোর ব্যাপারে শুরু থেকে শেষ পর্যন্ত মুম্বাই সিটি এফসি এগিয়ে ছিল। একাধিক ক্লাবের প্রস্তাব ছিলেন তাঁর কাছে। ভারত এবং ভারতের বাইরের ক্লাবের অফার রেঞ্জার্স, বার্মিংহাম সিটির মতো ক্লাবে খেলা তারকার কাছে।

Advertisements

এ বছরের ইন্ডিয়ান সুপার লিগের সেরা ফুটবলার গ্রেগ স্টুয়ার্ট। জামশেদপুর এফসির শিল্ড জয়ের পিছনে তাঁর ভূমিকা অনস্বীকার্য। টুর্নামেন্টে দল হিসেবে মোট ৪৩ টি গোল করেছিল জামশেদপুর। যার মধ্যে কুড়িটি গোলের পিছনে রয়েছে স্টুয়ার্টের অবদান। নিজে যেমন দশটি গোল করেছেন, তেমনই দশটি গোল করিয়েছেন।