ISL : মুম্বই সিটি দলের চারজন ফুটবলার কলকাতা বাতিল

Mumbai City FC

ইন্ডিয়ান সুপার লিগের (ISL) শুরুর দিকেই দারুণ উপভোগ্য এক ম্যাচ। হায়দরাবাদ ফুটবল ক্লাব বনাম মুম্বই সিটি ফুটবল ক্লাব ম্যাচের ফলাফল ৩-৩। এই দুই দলেই এমন একাধিক ফুটবলার রয়েছেন যাদের সঙ্গে রয়েছে কলকাতা যোগ।

Advertisements

মুম্বই সিটি ফুটবল ক্লাবের রাহুল ভেকে, বিপিন সিং, মেহতাব সিং, ভাস্করদের সঙ্গে কলকাতা যোগ রয়েছে। ভাস্কর গতবারের আই লিগের সেরা গোলকিপার হিসেবে উঠে এসেছিলেন। বাংলার ছেলে। পারফরম্যান্সের জোরে ইন্ডিয়ান সুপার লিগের অন্যতম হেভিওয়েট দলে রয়েছেন এবার।

রাহুল ভেকে ভারতীয় ফুটবলের পরিচিত নাম। ইস্টবেঙ্গলে খেলেছিলেন সুনামের সঙ্গে। ৩১ বছর বয়সী এই ডিফেন্ডার লাল হলুদ জার্সি পরে পরপর দুটি মরসুমে খেলেছিলেন। ২০১৫-২০১৭ পর্যন্ত ছিলেন ইস্টবেঙ্গল ক্লাবে। চল্লিশের কাছাকাছি ম্যাচ খেলেছিলেন, গোলও করেছিলেন।

Advertisements

মেহতাব সিং ইস্টবেঙ্গলে ছিলেন টানা চারটি মরসুম। ইস্টবেঙ্গল ক্লাবের হাত ধরে ভারতীয় ফুটবল সার্কিটে পরিচিতি পেয়েছিলেন। কয়েক বছরে লাল হলুদ জার্সি পরে বেশ কিছু ম্যাচ খেলেছিলেন তিনি।

বিপিন সিংও কলকাতায় খেলেছিলেন। ছিলেন এটিকে দলের খেলোয়াড়। ২৭ বছর বয়সী এই উইঙ্গার একটি মরসুম এটিকে ফুটবলার হিসেবে খেলেছিলেন। প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী কলকাতার ক্লাবের হয়ে বারোটি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। বিগত কয়েক মরসুম ধরে মুম্বই সিটির নির্ভরযোগ্য ফুটবলার।