
ধীরে ধীরে এগিয়ে গিয়েছে অনেকটা সময়। কিন্তু এখনও পর্যন্ত শুরু হয়নি দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ। তথা আইএসএল (ISL)। ঠিক কবে থেকে শুরু হবে আদৌ, সেটা এখনও স্পষ্ট নয়। এই ইস্যুতে গত কয়েক মাসে একাধিকবার টুর্নামেন্টের ক্লাবগুলির সঙ্গে বৈঠকে বসেছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। কিন্তু কিছুতেই যেন খুলছে না জট। অন্যান্য বার এই সময়ে ইন্ডিয়ান সুপার লিগের ভরা মরসুম থাকলেও এবার পরিস্থিতি একেবারেই ভিন্ন। চলতি মাসের শুরুতেই ফেডারেশনের সঙ্গে চুক্তি শেষ হয়েছে এফএসডিএলের। তারপর ঘটে গিয়েছে অনেক কিছু। কিন্তু সমাধান যে মিলছে না।
পূর্ব পরিকল্পনা অনুযায়ী আজ দুপুরে ক্লাব গুলির সঙ্গে আলোচনায় বসেছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের গঠিত নতুন কমিটি। যেখানে লিগের ফরম্যাটের পাশাপাশি এএফসির টুর্নামেন্টের মাপকাঠি অনুযায়ী ম্যাচ আয়োজন করা সম্ভব হচ্ছে কিনা সেই বিষয় নিয়ে ও আলোচনার কথা উঠে আসতে শুরু করেছিল ব্যাপকভাবে। এমনকি এর পাশাপাশি আইএসএল নিয়ে ক্লাব গুলির দীর্ঘমেয়াদী কি পরিকল্পনা রয়েছে সেই প্রসঙ্গ আলোচনা করার কথা ও শোনা গিয়েছিল ব্যাপকভাবে। অবশেষে সেই নিয়ে উঠে আসলো নয়া তথ্য।
জানা গিয়েছে, আজ দুপুরের এই আলোচনায় টুর্নামেন্ট কিভাবে পরিচালিত হবে কিংবা কোন ফরম্যাট বা পদ্ধতি অনুসরণ করে এবার দেশের এই প্রথম ডিভিশন ফুটবল লিগ পরিচালনা করা যেতে পারে সেই নিয়ে আলোচনা হয়েছে ক্লাব ও ফেডারেশনের সদস্যদের মধ্যে। সেইসাথে টুর্নামেন্ট সম্প্রচারের দিকে নজর দেওয়ার পাশাপাশি সেখান থেকে আয়ের উৎসর বিষয়টির দিকে ও দৃষ্টিপাত করা হয়েছে। যদি এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত উঠে আসেননি। শোনা যাচ্ছে, বড়দিনের পর আগামী ২৬ শে ডিসেম্বর আইএসএল ইস্যুতে ফের আলোচনায় বসতে চলেছে উভয়পক্ষ। তাহলে কি এবার ধীরে ধীরে কাঁটছে জট। আগামী দিনের বৈঠকের পরেই হয়তো স্পষ্ট হয়ে যাবে সেই বিষয়টি।










