ISL: প্লে অফের যুদ্ধে সেরা ছয়ে থাকতে পাঁচ দলের হাড্ডাহাড্ডি লড়াই

ইন্ডিয়ান সুপার লিগে (ISL) প্রথম দুই স্থানে মুম্বই সিটি এফসি (Mumbai City FC) এবং হায়দরাবাদ এফসি (Hyderabad FC) তাদের জায়গা পাকা করে ফেলেছে৷ তবে পরের চারটি স্থান কারা থাকবে, সেই নিয়েই চলছে নানা জল্পনা৷

ISL Five teams battle it out for top six in playoffs

ইন্ডিয়ান সুপার লিগে (ISL) প্রথম দুই স্থানে মুম্বই সিটি এফসি (Mumbai City FC) এবং হায়দরাবাদ এফসি (Hyderabad FC) তাদের জায়গা পাকা করে ফেলেছে৷ তবে পরের চারটি স্থান কারা থাকবে, সেই নিয়েই চলছে নানা জল্পনা, নানান হিসেব-নিকেশ৷ এই চার স্থান দখলের জন্য লড়াই এখন পাঁচ দলের এর মধ্যে গতবারের সেমিফাইনালিস্ট এটিকে মোহনবাগানও (ATK Mohun Bagan) রয়েছে। গত বুধবার রাতে বেঙ্গালুরু এফসি ঘরের মাঠে মুম্বই সিটি এফসি-কে হারিয়েছে৷ ফলে এটিকে মোহনবাগানের সেরা ছয়ে পৌঁছনো বড় কঠিন হয়ে পড়েছে৷

বর্তমানে লিগ টেবলে যা অবস্থা, তাতে মুম্বই লিগ শিল্ড সুনিশ্চিত করে ফেলছে৷ মোহনবাগানকে হারিয়ে গতবারের চ্যাম্পিয়ন হায়দরাবাদ এফসি দ্বিতীয় স্থান পাকা করে এই মরসুম থেকে চারের পরিবর্তে ছ’টি দলকে নক আউট পর্বে তোলার নিয়ম ঘোষণা করা হয়েছে। ফলে আরও চারটি দল প্লে অফে খেলবে। কিন্তু এই চারটি জায়গার জন্য এ বার লড়াই পাঁচটি দলের মধ্যে। কারা এবং কী ভাবে তারা প্লে অফে যেতে পারে, তা একবার দেখে নেওয়া যাক।

কেরালা ব্লাস্টার্স এফসি, ১৮ ম্যাচে ৩১ পয়েন্ট, গোলপার্থক্য-২
লিগ টেবলে অবস্থান – তৃতীয়
ম্যাচ বাকি – এটিকে মোহনবাগান (অ্যাওয়ে), হায়দরাবাদ এফসি (হোম)
বৃহস্পতিবার চেন্নাইন এফসি-র কাছে এফসি গোয়ার ১-২ হারের পর কেরালা ব্লাস্টার্স প্লে অফে খেলার যোগ্যতা অর্জন করেছে। প্রথম চারে থাকতে গেলে তাদের এটিকে মোহনাবাগানকে হারাতেই হবে। এটিকে মোহনবাগান যদি শেষ দুই ম্যাচ কেরালা ব্লাস্টার্স সেরা চারে পৌঁছতে পারবে৷

বেঙ্গালুরু এফসি, ১৯ ম্যাচে ৩১ পয়েন্ট, গোলপার্থক্য-২
লিগ টেবলে অবস্থান – চতুর্থ
ম্যাচ বাকি – এফসি গোয়া (হোম)
মুম্বই সিটি এফসিকে একমাত্র তারাই হারিয়েছে৷ গত বৃহস্পতিবার চেন্নাইন এফসি-র কাছে এফসি গোয়ার ১-২ হারের পর সেরা ছয়ে জায়গা পাকা করে ফেলেছে বেঙ্গালুরু এফসি। বাকি শেষ ম্যাচে ঘরের মাঠে এফসি গোয়ার বিরুদ্ধে জিততে পারলে সেরা চারে থাকতে পারে তারা। অন্যদিকে এটিকে মোহনবাগান যদি শেষ দুই ম্যাচে হারে, তা হলেও বেঙ্গালুরু এফসির সেরা চারে স্থান পাকা৷

এটিকে মোহনবাগান, ১৮ ম্যাচে ২৮ পয়েন্ট, গোলপার্থক্য- ৪
লিগ টেবলে অবস্থান – পঞ্চম
ম্যাচ বাকি – কেরালা ব্লাস্টার্স (হোম), ইস্টবেঙ্গল এফসি (অ্যাওয়ে)
হায়দরাবাদ এফসি-র কাছে হারের পর এবং এফসি গোয়া বৃহস্পতিবার হেরে যাওয়ার ফলে এটিকে মোহনবাগানকে এখন সেরা ছয়ে থাকতে গেলে শেষ দুই ম্যাচ থেকে অন্তত তিন পয়েন্ট সংগ্রহ করতেই হবে। এখন কমপক্ষে এক জয় তাদের চাই। আর সেরা চারে থাকতে গেলে জিততে হবে দুটি ম্যাচেই৷ তার পরেও অবশ্য অন্য ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে।

এফসি গোয়া, ১৯ ম্যাচে ২৭ পয়েন্ট, গোলপার্থক্য-৩
লিগ টেবলে অবস্থান – ষষ্ঠ
ম্যাচ বাকি –বেঙ্গালুরু এফসি (অ্যাওয়ে)
কার্লোস পেনার দলের প্লে অফ ভাগ্য এখন আর তাদের নিজেদের হাতে নেই। বৃহস্পতিবার চেন্নাইন এফসি-র কাছে ১-২-এ হেরে যাওয়ার পর শেষ ম্যাচে জেতা ছাড়া তাদের সামনে আর কোনও রাস্তা নেই। জিতলেও যে তারা সেরা ছয়ে থাকতে পারবে, তারও কোনও নিশ্চয়তা নেই। এটিকে মোহনবাগান ও ওডিশা এফসি ৩০-এর বেশি পয়েন্ট না পেলে তবেই তারা সেরা ছয়ে থাকতে পারবে। দুই দলের বিরুদ্ধেই গোয়ার দলের হেড টু হেড রেকর্ড ভাল। তাই তিন দলই ৩০ পয়েন্টে চলে এলেও গোয়া সেরা ছয়ে ঢুকে পড়বে।

ওডিশা এফসি, ১৮ ম্যাচে ২৭ পয়েন্ট, গোলপার্থক্য -২
লিগ টেবলে অবস্থান – সপ্তম
ম্যাচ বাকি – নর্থইস্ট ইউনাইটেড এফসি (অ্যাওয়ে), জামশেদপুর এফসি (হোম)
এফসি গোয়ার সঙ্গে তাদের পয়েন্ট সমান। তাই শেষ দুই ম্যাচে চার পয়েন্ট পেলেই প্লে অফে জায়গা করে নিতে পারবে কলিঙ্গবাহিনী। শেষ দুই ম্যাচে অবশ্য তাদের সামনে লিগ টেবলের নীচের দিকে থাকা দুই দল নর্থইস্ট ইউনাইটেড ও জামশেদপুর এফসি। এই দুই ম্যাচ জিতে সেরা চারেও চলে আসতে পারে তারা।