সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে শুরু এবারের আইএসএল ফাইনাল (ISL Final)। যেখানে মুখোমুখি হবে মোহনবাগান সুপারজায়ান্টস এবং মুম্বাই সিটি এফসি। যেই ম্যাচের দিকে তাকিয়ে আজ গোটা বাংলা। বলতে গেলে এবারের এই ফুটবল মরশুমের শুরু থেকেই যথেষ্ট দাপট থেকেছে বাংলার ফুটবল ক্লাবগুলির।
ডুরান্ড কাপ থেকে শুরু করে আইলিগ, সুপার কাপ হোক কিংবা আইএসএলের শিল্ড। সব ক্ষেত্রেই দাপট থেকেছে বঙ্গের ফুটবল ক্লাব গুলির। ইস্টবেঙ্গল থেকে শুরু করে মোহনবাগান এবং মহামেডান। তিন প্রধানেই এসেছে ট্রফি। এবার আরো একবার আইএসএল জিতে ইতিহাস গড়ার পথে মোহনবাগান।
আলবেনিয়ান ফুটবলার আর্মান্দো সাদিকুকে এই ম্যাচে না পাওয়া গেলেও নিজেদের সর্বস্ব শক্তি দিয়ে এই ম্যাচ জিততে চায় মেরিনার্সরা। সেইমতো একাদশ সাজিয়েছেন বাগান কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাস। এক নজরে দেখে নেওয়া যাক মোহনবাগানের আজকের একাদশ। বলাবাহুল্য, অন্যান্য দিনের মত আজও দলের তিন কাঠি সামাল দেবেন বিশাল কায়েথ।
দলের রক্ষণভাগে থাকছেন ভারতীয় তারকা আনোয়ার আলী জাপানি ফুটবলার হেক্টর ইউৎসে এবং অধিনায়ক শুভাশিস বসু। দলের মাঝ মাঠের দায়িত্বে থাকছেন তরুণ ফুটবলার মনবীর সিং। তার সাথে থাকছেন বিদেশি ফুটবলার জনি কাউকো। তার আসার পর থেকেই একেবারে বদলে গিয়েছে বাগান দলের পারফরম্যান্স। এছাড়াও মাঝমাঠে থাকছেন দীপক টাংড়ি এবং লিস্টন কোলাসো।
Your Mariners for the ISL Cup Final! @honda2wheelerin 🫡
Watch the #ISLFinal on May 4, 2024, 6:30 PM LIVE only on @JioCinema , @sports18, @vh1india, #SuryaMovies & #DDBangla! 📺#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন #ISL10 pic.twitter.com/YdkswpQMES
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) May 4, 2024
আপফ্রন্টে ঝড় তোলার জন্য থাকছেন দুই অস্ট্রেলিয়ারন ফুটবলার। বিশ্বকাপার জেসন কামিন্স এবং দিমিত্রি পেত্রাতোস। তাদের সঙ্গ দেবেন ভারতীয় তারকা অনিরুদ্ধ থাপা। সাহাল আব্দুল সামাদ থেকে শুরু করে ব্রান্ডন হ্যামিলদের রিজার্ভে রাখা হলেও প্রয়োজন মতো তাদের নামাতে পারেন হাবাস।