HomeSports NewsISL: দলবদলের বাজারে আপডেট দিলেন রিয়াল মাদ্রিদের প্রাক্তন ফুটবলার

ISL: দলবদলের বাজারে আপডেট দিলেন রিয়াল মাদ্রিদের প্রাক্তন ফুটবলার

- Advertisement -

ISL: ‘ নতুন পরীক্ষার মুখোমুখি হওয়ার সময় এসেছে ‘, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন ইভান গঞ্জালেস। এই পোস্টের পর ফুটবল প্রেমীদের মধ্যে শুরু হয়েছিল জল্পনা। কারণ এখন দলবদলের সময়। ‘ পরীক্ষার ‘ আপডেট দিলেন ইভান। 

১৬ মার্চ দুপুরে তিনি জানান, “This is not about football , it’s about personal and bussines challenges”। অর্থাৎ তিনি যে নতুন পরীক্ষার মুখোমুখি হওয়ার কথা বলেছিলেন তা আদৌ ফুটবল সম্পর্কিত নয় বলে জানিয়েছেন। ইভানের মতে তাঁর গত সোশ্যাল পোস্টটি ব্যাক্তিগত এবং ব্যবসায়িক দিকের সঙ্গে যুক্ত। 

   

বত্রিশ বছর বয়সী ইভান গঞ্জালেস মূলত সেন্ট্রাল ব্যাকের ফুটবলার। স্পেনের একাধিক নাম করা ক্লাবের খেলার অভিজ্ঞতা তাঁর রয়েছে। যুব কেরিয়ার শুরু করেছিলেন পার্লা (২০০০-২০০২) থেকে। এরপর চলে এসেছিলেন রিয়াল মাদ্রিদে। প্রায় ছয় বয়স ছিলেন সেখানে। ২০০২-২০০৮ পর্যন্ত স্প্যানিশ জায়ান্টদের অংশ ছিলেন ইভান।

সিনিয়র কেরিয়ারের শুরুটা হয়েছিল রিয়াল মাদ্রিদের হাত ধরেই। রিয়াল মাদ্রিদ সি দলে তিনি ছিলেন । প্রায় ৯৯টি ম্যাচে অংশ নিয়েছিলেন ইভান। ভারতে এসেছিলেন ২০২০ সালে। গোয়ার ফ্রাঞ্চাইজি ক্লাবের হয়ে খেলেছেন ৩৫ ম্যাচ। ৩টি গোল করেছেন এখানে। 

এবারের ইন্ডিয়ান সুপার লিগ এফসি গোয়ার মনের মতো হয়নি। এগারো দলের লিগে নয় নম্বরে মরশুম শেষ করেছে তারা। কুড়ি ম্যাচের মধ্যে মাত্র চারটি ম্যাচে জয়ের স্বাদ পেয়েছে গোয়া। নয় ম্যাচে পরাজয়।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular