ISL: হাইল্যান্ডারদে’র বিরুদ্ধে ইস্টবেঙ্গলের প্রস্তুতি তুঙ্গে

আগামী বৃ্হস্পতিবার, ২০ অক্টোবর গত ইন্ডিয়ান সুপার লিগের (ISL) ‘লাস্ট বয়’ ইস্টবেঙ্গল এফসি ইন্ডিয়ান সুপার লিগে (ISL) নিজেদের তিন নম্বর ম্যাচ খেলতে নামবে নর্থইস্ট ইউনাইটেড…

East Bengal football club players celebrating a goal

আগামী বৃ্হস্পতিবার, ২০ অক্টোবর গত ইন্ডিয়ান সুপার লিগের (ISL) ‘লাস্ট বয়’ ইস্টবেঙ্গল এফসি ইন্ডিয়ান সুপার লিগে (ISL) নিজেদের তিন নম্বর ম্যাচ খেলতে নামবে নর্থইস্ট ইউনাইটেড এফসি’র বিরুদ্ধে। খেলা হবে গুয়াহাটির স্টেডিয়ামে। চলতি ISL টুর্নামেন্টে এই দু’দলই এখনও পর্যন্ত একটি ম্যাচও জিততে পারেনি।

হাইল্যান্ডারদে’র বিরুদ্ধে খেলতে নামার আগে লাল হলুদ খেলোয়াড়রা কলকাতাতে এখন প্র‍্যাকট্রিসে ঘাম ঝড়িয়ে চলেছে। ইস্টবেঙ্গল ISL টুর্নামেন্টে কেরালা ব্লাস্টার্স আর এফসি গোয়ার কাছে হেরেছে। অন্যদিকে, নর্থইস্ট ইউনাইটেড এফসি বেঙ্গালুরু এফসি এবং হায়দরাবাদ এফসির কাছে হেরেছে।তাই দু’দলের কাছেই আগামী বৃ্হস্পতিবার ম্যাচ মরণবাঁচন লড়াই।

Advertisements

গত ISL’র লাস্ট বয়ের তকমা লাল হলুদ জার্সি থেকে মুছতে হলে এই ম্যাচ জিততেই হবে ইস্টবেঙ্গল এফসি’কে। অন্যদিকে, চলতি টাইটেলশিপের ইঁদুর দৌড়ে টিকে থাকতে হলে হাইল্যান্ডারদের এই ম্যাচ জিততে হবে। সুতরাং জয়ের লক্ষ্যে দু’দল ঝাঁপাবে, ফলে একটা হাড্ডাহাডি লড়াই দেখা যাবে তা বলাই চলে।