ISL: “অঘটনের” আশায় প্রহর গুনছে লাল হলুদ জনতা

গত ইন্ডিয়ান সুপার লীগ (ISL) সেশন এবং চলতি ISL সেশন মিলিয়ে তিন ডার্বি ম্যাচের রঙ সবুজ মেরুন। ২৯ জানুয়ারি টুর্নামেন্টের দ্বিতীয় লেগে দুই চিরপ্রতিদ্বন্দী ATK…

East Bengal supporters

গত ইন্ডিয়ান সুপার লীগ (ISL) সেশন এবং চলতি ISL সেশন মিলিয়ে তিন ডার্বি ম্যাচের রঙ সবুজ মেরুন। ২৯ জানুয়ারি টুর্নামেন্টের দ্বিতীয় লেগে দুই চিরপ্রতিদ্বন্দী ATK মোহনবাগান ও এসসি ইস্টবেঙ্গল (East Bengal) মুখোমুখি হতে চলেছে ফতোর্দাতে, PJN স্টেডিয়ামে।

চলতি ISL মরসুমের প্রথম লেগের হাইভোল্টেজ ডার্বি ম্যাচে ০-৩ গোলে হেরে গিয়েছে এসসি ইস্টবেঙ্গল, ATK মোহনবাগানের কাছে। হাতে আর তিন দিন রয়েছে মহা ডার্বি ম্যাচের ঢাকে কাঠি পড়তে।

সম্প্রতি, ATK মোহনবাগানের তিন ম্যাচ স্থগিত হয়েছে চলমান ISL মরসুমে।কোভিড-১৯ ভাইরাসের নতুন প্রজাতি ‘ওমিক্রনে’র বাড়বাড়ন্তের জেরে ISL ২০২১-২২ সেশনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সবুজ মেরুন শিবির। ম্যাচ নম্বর ৫৩ ওডিশা এফসি’র বিরুদ্ধে, ৬১ নম্বর ম্যাচ বেঙ্গালুরু এফসি’র বিরুদ্ধে, ম্যাচ নম্বর ৬৬ কেরালা ব্লাস্টার্স এফসি’র বিরুদ্ধে খেলা স্থগিত করেছে ISL’র যৌথ আয়োজক প্রতিষ্ঠান AIFF-FSDL।
যদিও ম্যাচ নম্বর ৫৩ ওডিশা এফসি’র বিরুদ্ধে স্থগিত খেলাটি টুর্নামেন্ট আয়োজক প্রতিষ্ঠান পুনঃ নির্ধারিত করে এবং গোলশূন্য’তে ড্র করে হুয়ান ফেরান্দোর ছেলেরা।

করোনা ভাইরাস সংক্রমণের জেরে সবুজ মেরুন ব্রিগেডের ফুটবলাররা অনেকেই শারীরিক ও মানসিক ভাবে কিছুটা হলেও পিছিয়ে গিয়েছে বলে মনে করেন আন্তোনিও লোপেজ হাবাসের মরসুমের মাঝখানে দায়িত্ব ছেড়ে চলে যাওয়ার পর ATK মোহনবাগানের নতুন কোচ হুয়ান ফেরান্দো। নতুন স্প্যানিশ কোচ ফেরান্দোর প্রশিক্ষণে দল এখন নতুন স্টাইলে ফুটবল খেলার চেষ্টা করছে। এই কারণেও ATK মোহনবাগানে খেলোয়াড়দের গতিতে কিছুটা হলেও শ্লথতা এসেছে।

আর ঠিক এই জায়গাতেই লাল হলুদ জনতা “অঘটনের” আশায় প্রহর গুনছে যে “The real Magician” হেডকোচ মারিও রিভেরার জাদুকাঠিতে টানা তিন ডার্বি ম্যাচে হারের ধাক্কা কাটিয়ে টুর্নামেন্টে উইনিং ট্র‍্যাকে ফিরে আসার।

যদিও, ডার্বি ম্যাচের টেম্পারমেন্ট সম্পূর্ণ আলাদা।ডার্বি ম্যাচে খেলা চলাকালীন যে দল ম্যাচ টেম্পারমেন্ট ধরে রাখতে পারে জয় তাদেরই। পেন্ডুলামের মতোই ডার্বি ম্যাচ ৫০-৫০ এর লড়াই দুই চিরপ্রতিদ্বন্দ্বী টিমের কাছে। এককথায় এই লড়াইটা মাঠের ভিতর ম্যাচ চলাকালীন যতটা বেশি, মাঠের বাইরে মনস্তাত্ত্বিক লড়াইটা অনেকটাই বেশি। যে টিম এই চাপ ধরে রেখে ডার্বি ম্যাচের দিন পারফর্ম করবে তারাই পারবে ‘কেল্লা ফতেহ’ করতে।