মহামেডান ম্যাচে অনিশ্চিত লাল-হলুদের এই দুই তারকা ফুটবলার

একটা দিনের অপেক্ষা। তারপরেই ইন্ডিয়ান সুপার লিগের সপ্তম ম্যাচ খেলতে নামবে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে শক্তিশালী মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan…

East Bengal Stars মহামেডান ম্যাচে অনিশ্চিত লাল-হলুদের এই দুই তারকা ফুটবলার

একটা দিনের অপেক্ষা। তারপরেই ইন্ডিয়ান সুপার লিগের সপ্তম ম্যাচ খেলতে নামবে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে শক্তিশালী মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে নিজেদের পড়শী ক্লাবকে পরাজিত করে আইএসএল প্রথম জয় নিশ্চিত করাই এখন অন্যতম লক্ষ্য লাল-হলুদের। অপরদিকে আইএসএলের টানা তিনটি ম্যাচে ধরশায়ী হওয়ার পর এই ম্যাচ থেকেই ঘুরে দাঁড়ানোর লক্ষ্য থাকবে সাদা-কালো শিবিরের। সেইমতো গত কয়েকদিন ধরে গোটা দলকে অনুশীলন করাচ্ছেন মহামেডান কোচ আন্দ্রে চেরনিশভ।

Also Read | ইস্টবেঙ্গলকে রুখতে রক্ষণভাগে বাড়তি নজর সাদা-কালো ব্রিগেডের

   

উল্লেখ্য, এই আইএসএল মরসুমে এখনও পর্যন্ত জয়ের মুখ দেখেনি ইমামি ইস্টবেঙ্গল। কার্লেস কুয়াদ্রাতের পর অস্কার ব্রুজনের তত্ত্বাবধানে দল একাধিক ম্যাচ খেললেও কাজের কাজ কিছুই হয়নি। বরং ম্যাচ শেষে খালি হাতেই ফিরতে হয়েছে মশাল ব্রিগেডকে। সেই নিয়ে যথেষ্ট হতাশ ছিল সমর্থকরা। তবে সময় এগুলোর সাথে সাথেই বদলাতে শুরু করে গোটা পরিস্থিতি।‌ সপ্তাহ কয়েক আগেই এএফসি চ্যালেঞ্জ লিগে একের পর এক শক্তিশালী দলকে পরাজিত করে গ্ৰুপ চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গল।‌ তাঁদের এই পারফরম্যান্স রীতিমতো চমকে দিয়েছে সকলকে।

hector yuste

Also Read | কেরালাকে হারিয়ে তিন পয়েন্ট পেতে মরিয়া স্টেফান সাপিচ

সেই ধারা বজায় রেখেই এবার আইএসএলে প্রথম জয় ছিনিয়ে নিতে চান অস্কার ব্রুজন‌‌‌। তবে এক্ষেত্রে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হবে স্প্যানিশ কোচকে। বিশেষ করে রক্ষণভাগ সামাল দেওয়ার ক্ষেত্রে কিছুটা হলেও চিন্তায় থাকবেন দলের নব নিযুক্ত কোচ। বলাবাহুল্য, এএফসি চ্যালেঞ্জ লিগের গ্ৰুপ পর্বের শেষ ম্যাচে নাজমেহ এফসির বিপক্ষে খেলতে গিয়ে চোট পেয়েছিলেন স্প্যানিশ ডিফেন্ডার হেক্টর ইউস্তে। যারফলে চিকিৎসা করাতে নিজের দেশে ফিরে যান এই তারকা। মহামেডান ম্যাচের আগে তাঁর ফেরার কথা থাকলেও বর্তমানে সেই নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

Provat Lakra

Also Read | ছেলেদের আত্মবিশ্বাস বেড়েছে, টানা দুই ম্যাচ জিতে কী বললেন মানোলো?

মনে করা হচ্ছে আসন্ন ডার্বি ম্যাচে হয়তো তাঁকে পাবে না ইস্টবেঙ্গল। তবে তিনি একানন বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে, দলের আরেক ডিফেন্ডার প্রভাত লাকরাকে নিয়ে ও দেখা দিয়েছে একাধিক সমস্যা। যারফলে মহামেডান ম্যাচে হয়তো তাঁকে ও মাঠে নামাতে পারবে না লাল-হলুদ ব্রিগেড। এই পরিস্থিতিতে দলের রক্ষণভাগ জমাটবাঁধাতে যথেষ্ট হিমসিম খেতে হচ্ছে ইস্টবেঙ্গল হেডকোচকে। এক্ষেত্রে আনোয়ার আলির পাশাপাশি হিজাজি মাহেরের মতো ফুটবলারদের উপরেই হয়তো ভরসা রাখবেন অস্কার ব্রুজন‌‌‌।