ISL: হাইল্যান্ডারদের বিরুদ্ধে পিছিয়ে ইস্টবেঙ্গল

বৃ্হস্পতিবার, সন্ধ্যে সাড়ে সাতটায় গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে কিক অফ হতে চলেছে ইস্টবেঙ্গল(EAST BENGAL) এফসি বনাম নর্থইস্ট ইউনাইটেড এফসি ম্যাচের।ইন্ডিয়ান সুপার লিগে( ISL) দু’দল…

East Bengal football club players celebrating a goal

বৃ্হস্পতিবার, সন্ধ্যে সাড়ে সাতটায় গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে কিক অফ হতে চলেছে ইস্টবেঙ্গল(EAST BENGAL) এফসি বনাম নর্থইস্ট ইউনাইটেড এফসি ম্যাচের।ইন্ডিয়ান সুপার লিগে( ISL) দু’দল মোট ৪ বার মুখোমুখি হয়েছে। এই চারবারের মধ্যে হাইল্যান্ডারদের পাল্লা সব সময়ে ভারী থেকেছে,একবারও জিততে পারেনি ইস্টবেঙ্গল। ম্যাচ পরিসংখ্যান ঘাটলে দেখা যাবে, নর্থইস্ট জিতেছে তিনবার। এক ম্যাচ ড্র হয়েছে। ২০২০-২১ মরশুমে প্রথম লেগে নর্থইস্ট জেতে ২-০-য়। ওই মরসুমের দ্বিতীয় লেগে ফের ইস্টবেঙ্গল হারে ১-২ গোলে। গত মরশুমে প্রথম লেগে নর্থইস্ট ২-০’তে জেতে এবং ফিরতি লেগ ১-১ গোলে ড্র হয়। অর্থাৎ, দু’দলের দ্বৈরথে লাল-হলুদ শিবির এখনও বেশ পিছিয়ে।

প্রসঙ্গত, মাত্র ৪ সপ্তাহের প্রস্তুতিতে ইস্টবেঙ্গল ISL অভিযানে নেমে ওপেনিং ম্যাচ কেরালা ব্লাস্টার্স এফসি’র কাছে হেরে যায়। নতুন দল,নতুন সেট আপ সাফল্য পেতে হলে সমর্থকদের ধৈর্য্য রাখতে হবে প্রথম থেকেই একথা বলে আসছেন লাল হলুদ হেডকোচ কনস্টাটাইন। কিন্তু ভক্তদের ধৈহ্যের বাঁধ সময় যত গড়াচ্ছে আলগা হয়ে যাচ্ছে। 

কলকাতা লিগের ম্যাচে লাল হলুদের রিজার্ভ টিম খেলছে। কয়েকদিন আগে ওই ম্যাচ দেখতে গিয়েছিলেন কনস্টাটাইন। প্রিয় দলের হেডকোচকে দেখে লাল হলুদ জনতা ‘সুমিত পাসি, সুমিত পাসি,সুমিত পাসি’ স্লোগান দিয়ে ঠারেঠোরে বুঝিয়ে দিয়েছে ইস্টবেঙ্গল এফসি কোচ স্টিফেন কনস্টাটাইনের ফুটবল দর্শনে আস্থা রাখতে পারছে না ভক্তকুল।