ISL: পয়েন্ট টেবিলের তলানিতে ইস্টবেঙ্গল, চিন্তা বাড়াচ্ছেন লালচুংনুঙ্গা

East Bengal at the Bottom of the Points Table

আইএসএলের (ISL) দ্বিতীয় লেগের ডার্বিতে অনায়াসেই তিন‌ পয়েন্ট ঘরে তুলেছে অ্যান্তোনিও লোপেজ হাবাসের ছেলেরা। শেষ পর্যন্ত বড়সড় ব্যবধানে কার্লোস কুয়াদ্রাতের ইস্টবেঙ্গল দলকে হারিয়েছে মেরিনার্সরা। ম্যাচের প্রথমার্ধে ক্লেটন সিলভার পেনাল্টি মিস করার পর থেকেই অনবদ্য ছন্দ ধরা দিয়েছে মোহনবাগান সুপারজায়ান্টস।

সময় এগোনোর সাথে সাথে গোলের সংখ্যা বাড়িয়েছে কলকাতার এই প্রধান। বারংবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে লাল-হলুদের রক্ষণভাগকে। হিজাজি মাহের থেকে শুরু করে আলেকজান্ডার প্যান্টিচের মত ফুটবলার‌ প্রথম একাদশে থাকলেও বাগান আক্রমণের সামনে কার্যত দিশেহারা হয়ে যেতে হয়েছে তাদের। অনবদ্য লড়াই করেছিলেন ভারতীয় ডিফেন্ডার লালচুংনুঙ্গা।

   

কিন্তু তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ‌ ম্যাচের ৪২ মিনিটের মাথায় এই তরুণ ডিফেন্ডারের চোট পাওয়ার পর থেকেই যথেষ্ট চাপে চলে আসে মশাল ব্রিগেড। প্রতিপক্ষের সাথে লড়াইয়ে কিছুটা হলেও পিছিয়ে পড়তে হয় তাদের। এই পরিস্থিতিতে ঘন ঘন আক্রমণে উঠে আসতে থাকে মোহনবাগান দলের ফুটবলাররা।

এমন পরিস্থিতি থেকেই পরবর্তীতে পেনাল্টি আদায় করে নেয় প্রতিপক্ষ দল। সেখান থেকেই ভুল করে দলকে আরো কিছুটা এগিয়ে দেন অজি মিডফিল্ডার দিমিত্রি পেত্রাতোস। বলা যায়, এই ডার্বি ম্যাচে দলের পারফরম্যান্সের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই ফুটবলারের। বল পায়ে গোল করার পাশাপাশি বেশ কিছু অ্যাসিস্ট থেকেছে এই ফুটবলারের। ‌

দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গল দল চাপ বাড়িয়ে ব্যবধান কমালেও ম্যাচে ফেরা আর সম্ভব হয়নি তাদের পক্ষে। যা নিয়ে অনেকটাই হতাশ সকলে। তবে সেখানেই শেষ নয় ম্যাচ শেষে হুইল চেয়ারে করে মাঠ ছাড়তে দেখা যায় তরুণ ডিফেন্ডার লালচুংনুঙ্গাকে। যা নিঃসন্দেহে চিন্তায় রাখবে লাল-হলুদের হেড স্যারকে।

এই ম্যাচ হারলেও এখনো পর্যন্ত প্লে-অফে যাওয়ার সুযোগ রয়েছে তাদের কাছে। সেক্ষেত্রে বাকি ম্যাচগুলিতে লড়াকু পারফরম্যান্স রাখতে হবে তাদের। সেক্ষেত্রে এই ডিফেন্ডারের অনুপস্থিতি যথেষ্ট চাপে ফেলতে পারে গোটা দলকে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন