Tuesday, November 28, 2023
HomeSports NewsISL Drama: নিশ্চিত পেনাল্টি বাতিল, ক্ষোভ জামশেদপুরের অন্দরে

ISL Drama: নিশ্চিত পেনাল্টি বাতিল, ক্ষোভ জামশেদপুরের অন্দরে

ডুরান্ড কাপের দাপুটে পারফরম্যান্স করেও চূড়ান্ত সাফল্য আসেনি লাল-হলুদের। যা নিয়ে প্রবল হতাশা দেখা দিয়েছিল সমর্থকদের মধ্যে। তবে সেই সমস্ত কিছু ভুলে আজ নতুন করে আইএসএল অভিযান শুরু করার ভাবনা ছিল মশাল ব্রিগেডের। সেইমতো যথেষ্ট লড়াকু মেজাজে দেখা গিয়েছিল দলের ফুটবলারদের। তবে খুব একটা কাজে আসেনি সেই লড়াই। নব্বই মিনিট ও অতিরিক্ত সময়ের শেষে ০-০ ব্যবধানেই শেষ হয় আজকের ম্যাচ। তবে এই ম্যাচে রেফারির সিদ্ধান্ত নিয়ে দেখা দিয়েছে একাধিক বিতর্ক।

   

আসলে আজ ম্যাচের শেষেরদিকে পেনাল্টি পাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল জামশেদপুর এফসির। কিন্তু তাদের অর্জিতে কর্নপাত করেননি ম্যাচ রেফারি। যা নিয়ে তৈরি হয় বিতর্ক। রেফারির এমনতর সিদ্ধান্ত কিছুতেই ভালোভাবে মেনে নিতে পারছে না জামশেদপুর ম্যানেজমেন্ট। ঠিক কি হয়েছিল তখন?

আসলে ম্যাচের একেবারে শেষের দিকে লাল-হলুদের মাঝমাঠ ভেদ করে বল নিয়ে ক্রমশ ছুটে আসতে থাকেন ইমরান। তাকে আটকাতে গিয়ে কার্যত নাস্তানাবুদ হওয়ার মতো পরিস্থিতি দেখা দেয় লাল-হলুদ ফুটবলারদের। যারফলে, পরিস্থিতি সামাল দিতে তাকে পিছন থেকে পায়ে ট্যাপ করে ফেলে দেন ইস্টবেঙ্গলের বহু যুদ্ধের নায়ক হরমনজোত সিং খাবরা। যারফলে, লাল-হলুদের গোল বক্সের মধ্যেই উল্টে পড়ে যান ইমরান খান।

এই পরিস্থিতিতে জামশেদপুর দলের তরফ থেকে পেনাল্টির আবেদন করা হলে ও সেইদিকে গুরুত্ব না দিয়ে খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন ম্যাচ রেফারি। যা নিয়ে ক্ষোভে ফেটে পড়েন প্রতিপক্ষের ফুটবলাররা। এছাড়াও কার্ড ইস্যু নিয়ে ও সরগরম হওয়ার মতো অবস্থা তৈরি হয়েছিল আজকের ম্যাচে। যা নিয়ে উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন।

Latest News