এই ভারতীয় লেফট ব্যাকের দিকে নজর একাধিক ফুটবল ক্লাবের

বছরের প্রথম দিন থেকেই খুলে গিয়েছে উইন্টার ট্রান্সফার উইন্ডো (Winter Transfer Window)। যেটিকে কাজে লাগিয়ে চলতি মরসুমে নিজেদের দলকে আরো শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে দেশের…

Muhammed Uvais

বছরের প্রথম দিন থেকেই খুলে গিয়েছে উইন্টার ট্রান্সফার উইন্ডো (Winter Transfer Window)। যেটিকে কাজে লাগিয়ে চলতি মরসুমে নিজেদের দলকে আরো শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে দেশের সমস্ত ফুটবল ক্লাবগুলির। আইলিগ হোক কিংবা ইন্ডিয়ান সুপার লিগ। প্রত্যেকটি টুর্নামেন্টেই নিজেদের সেরাটা দেওয়ার পরিকল্পনা থাকে ক্লাব গুলির। সেইমতো দল গঠনের কাজে হাত দেয় ম্যানেজমেন্ট। তবে সময় এগুনোর সাথে সাথেই স্পষ্ট হয়ে যেতে থাকে দলের পরিস্থিতি। এই সমস্ত দিক মাথায় রেখেই সামার ট্রান্সফার উইন্ডোর পাশাপাশি উইন্টার ট্রান্সফার উইন্ডোকে কাজে লাগিয়ে নিজেদের দলের মধ্যে একাধিক বদল আনতে পারে দল গুলি।

Also Read | কলকাতা ডার্বি নিয়ে আবেগপ্রবণ আর্মান্দো সাদিকু, কী বললেন?  

   

বর্তমানে সময় এগোনোর সাথে সাথেই যথেষ্ট সক্রিয় হয়ে উঠছে দল বদলের বাজার। ইতিমধ্যে দলবদল করেছেন দেশীয় ফুটবলারদের পাশাপাশি একাধিক বিদেশি তারকা। অনায়াসেই যা চমকে দিয়েছে সমর্থকদের একাংশকে। এক্ষেত্রে পরিচিত ফুটবলারদের পাশাপাশি একাধিক নতুন মুখের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে প্রতিটি ক্ষেত্রে। এসবের মাঝেই এবার উঠে আসতে শুরু করেছে মুহাম্মদ উভাইসের নাম। বর্তমানে খালিদ জামিলের জামশেদপুর এফসির সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছেন এই ভারতীয় ডিফেন্ডার। ইন্ডিয়ান সুপার লিগে খেলে ফেলেছেন প্রায় বারোটির ও বেশি ম্যাচ।

Also Read | স্টুয়ার্টকে সামনে রেখেই ডার্বি জয়ের ছক বাগান কোচের 

যার মধ্যে একটি গোল ও রয়েছে কেরালার এই ফুটবলারের। হিসাব অনুযায়ী এই নতুন বছরের মে মাস পর্যন্ত তাঁর সঙ্গে শিল্প নগরীর এই ফুটবল ক্লাবের চুক্তি থাকলেও এখনও পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি বাড়ানোর সিদ্ধান্ত নেয়নি ম্যানেজমেন্ট। সেটি কাজে লাগিয়েই এবার নাকি উভাইসকে দলে টানতে আগ্ৰহ প্রকাশ করেছে আইএসএলের পাশাপাশি আইলিগের একাধিক ফুটবল ক্লাব। এক্ষেত্রে নাকি বাকিদের তুলনায় অনেকটাই এগিয়ে রয়েছে জন আব্রাহামের নর্থইস্ট ইউনাইটেড।

Also Read |  বছর শুরুতেই হ্যাটট্রিক লক্ষ্য মানোলোর, থামানোর চেষ্টা হায়দরাবাদের

সব ঠিকঠাক থাকলে এবারের উইন্টার ট্রান্সফার উইন্ডোতে এই দেশীয় ডিফেন্ডারকে খেলতে দেখা যেতে পারে নর্থইস্টের জার্সিতে। যদিও এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি বিষয়টি। তবে জামশেদপুর ছেড়ে আদৌ তিনি অন্যত্র যোগদান করতে চাইবেন কিনা সেদিকেই নজর থাকবে সকলের।