দল ছাড়বেন পদম ছেত্রী? আগ্ৰহী একাধিক ক্লাব

দুরন্ত ফুটবলের মধ্যে দিয়ে এবারের সিজন শুরু করেছিল মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। তবে ইন্ডিয়ান সুপার লিগের প্রথম ম্যাচে পরাজিত হতে হলেও পরবর্তী ম্যাচ থেকেই…

Mohammedan SC Goalkeeper Padam Chettri

দুরন্ত ফুটবলের মধ্যে দিয়ে এবারের সিজন শুরু করেছিল মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। তবে ইন্ডিয়ান সুপার লিগের প্রথম ম্যাচে পরাজিত হতে হলেও পরবর্তী ম্যাচ থেকেই ঘুরে দাঁড়াতে শুরু করেছিল ময়দানের এই প্রধান। শক্তিশালী এফসি গোয়ার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে ম্যাচ শেষ করার পর তৃতীয় ম্যাচে অনায়াসেই তাঁরা পরাজিত করেছিল শক্তিশালী চেন্নাইয়িন এফসিকে। অ্যাওয়ে ম্যাচে দলের এই জয় নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়িয়েছিল দলের সকল ফুটবলারদের। তবে সময় এগোনোর সাথে সাথেই ক্রমশ পিছিয়ে পড়তে শুরু করে ব্ল্যাক প্যান্থার্সরা।

Also Read | ময়দানের ‘যুদ্ধে’ ভারতীয় মহিলা ব্রিগেডের কাছে পরাজিত পাকিস্তান!

   

চলতি বছরের শুরু থেকে জয়ের সরণিতে ফিরে লিগ টেবিলের উপরে উঠে আসার লক্ষ্য থাকলেও সেটা বাস্তবায়িত হয়নি। হুয়ান পেদ্রো বেনালির নর্থইস্ট ইউনাইটেডের বিপক্ষে অমীমাংসিত ফলাফলে ম্যাচ শেষ করার পর শক্তিশালী বেঙ্গালুরু এফসির বিপক্ষে জয় ছিনিয়ে সকলকে চমকে দিলে ও বজায় থাকেনি সেই ধারাবাহিকতা। দ্বিতীয় লেগে ওয়েন কোয়েলের চেন্নাইয়িন এফসি থেকে শুরু করে মুম্বাই সিটি হোক কিংবা মোহনবাগান। সকলের কাছেই বিরাট বড় ব্যবধানে পরাজিত হতে থাকে রেড রোডের এই ফুটবল ক্লাব। এমনকি টুর্নামেন্টের শেষ ম্যাচে ও আটকে যেতে হয়েছিল তাঁদের।

Also Read | চেন্নাইয়িনের নজরে এই মরোক্কান মিডফিল্ডার, জানুন

সেই হতাশা কাটিয়ে কলিঙ্গ সুপার কাপে লড়াকু পারফরম্যান্স করতে বদ্ধপরিকর ছিল সাদা-কালো ব্রিগেড। অন্তর্বর্তীকালীন কোচ মেহরাজুদ্দিন ওয়াডুর তত্ত্বাবধানে শক্তিশালী নর্থইস্ট ইউনাইটেডের বিপক্ষে খেলতে নেমেছিল ব্ল্যাক প্যান্থার্সরা। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। বরং বিরাট বড় ব্যবধানে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে কলকাতা ময়দানের এই প্রধান। সেই নিয়ে যথেষ্ট হতাশ সাদা-কালো সমর্থকরা। আসলে গোটা মরসুম জুড়ে দলের এমন হতাশাজনক পারফরম্যান্স যেন কিছুতেই মেনে নিতে পারছেন না কেউ।

তবে এসবের মাঝেই এবার উঠে আসতে শুরু করেছে নয়া তথ্য। বিভিন্ন মাধ্যম সূত্রে খবর মহামেডান স্পোর্টিং ক্লাবের গোলরক্ষক পদম ছেত্রীকে দলে টানতে আগ্ৰহী ইন্ডিয়ান সুপার লিগের একাধিক ফুটবল ক্লাব। হ্যাঁ ঠিকই শুনেছেন। হিসাব অনুযায়ী দেখলে এই ইন্ডিয়ান সুপার লিগে প্রায় সাতেরোটি ম্যাচ খেলেছিলেন এই আইলিগ জয়ী গোলরক্ষক। যার মধ্যে পাঁচটি ক্লিনশিট ছিল তাঁর। চলতি বছরের মে মাসেই তাঁর সঙ্গে চুক্তি শেষ হচ্ছে মহামেডানের। তারপর আর চুক্তি বাড়ানো হবে কিনা সেটা এখনও স্পষ্ট নয়।