ডুরান্ডের আগেই পঞ্জাব এফসিতে যোগ দিলেন এই তারকা ফুটবলার

ISL Club Punjab FC announces the signing of defender Bijoy Varghese

পঞ্জাব এফসি (Bijoy Varghese) আগামী মরসুমের জন্য দল গোঁছাতে ইতিমধ্যে কোমর বেঁধে নেমে পড়েছে। এরই মধ্যে সমর্থকদের উদ্দেশ্যে বড় সুখবর দিল পঞ্জাব। রক্ষণের প্রাচীর আরও মজবুত করতে ২৫ বছর বয়সী সেন্টার-ব্যাক বিজয় ভার্গিসকে (Bijoy Varghese) নিল তারা। গত মরসুমে ইন্টারকাশীর (Inter Kashi) হয়ে আইলিগে খেলেছিলেন তিনি। এবার সেখান থেকেই তাঁকে দীর্ঘমেয়াদি চুক্তিতে সই করানো হল। ২০২৮ সাল পর্যন্ত পঞ্জাব এফসির সঙ্গে যুক্ত থাকবেন বিজয় ভার্গিস।

বিজয়ের ফুটবল যাত্রা শুরু হয় কেরালার একটি ছোট্ট উপকূলবর্তী গ্রাম পুল্লুভিলাতে। তিন দাদার ফুটবল খেলার প্রেরণায় বিজয়ের ফুটবলের প্রতি ঝোঁক তৈরি হয়। স্থানীয় ক্লাব কোভালাম এফসিতে খেলার পর তিনি স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়াতে প্রশিক্ষণ নেন। এরপর কেরালার বিভিন্ন যুব দলে প্রতিনিধিত্ব করার পর ২০১৯ সালের খেলো ইন্ডিয়া উইথ গেমসে দুর্দান্ত পারফরম্যান্স তাঁকে পৌঁছে দেয় কেরালা ব্লাস্টার্সে।

   

২০২১-২২ মরসুমে কেরালা ব্লাস্টার্সে যোগ দেন বিজয় এবং সেই মরসুমেই আইএসএলে রানার্স-আপ হওয়া দলের অংশ ছিলেন তিনি। ২০২৩-২৪ মরসুমে তিনি ইন্টারকাশীতে লোনে যান এবং আই-লিগে ১০টি ম্যাচ খেলেন। পরবর্তী মরসুমে ইন্টারকাশি তাঁর ট্রান্সফার স্থায়ী করে এবং ২০২৪-২৫ মরসুমে তিনি ১২টি ম্যাচে মাঠে নামেন।

এবার নতুন চ্যালেঞ্জ হিসেবে পঞ্জাব এফসিতে যোগ দিলেন বিজয়। নিজের অনুভূতি প্রকাশ করে বিজয় বলেন, “পঞ্জাব এফসিতে যোগ দিতে পেরে আমি খুবই আনন্দিত। এটি আমার কেরিয়ারের এক নতুন অধ্যায় এবং আমি তৈরি হচ্ছি নতুন চ্যালেঞ্জের জন্য। এখানে ডিফেন্সিভ পজিশনে ভালো প্রতিযোগিতা রয়েছে যা আমার পারফরম্যান্স উন্নত করতে সাহায্য করবে। আমার অভিজ্ঞতা ও নিষ্ঠার মাধ্যমে দলের লক্ষ্যে অবদান রাখতে চাই। খুব শীঘ্রই দলের সঙ্গে মাঠে নামার অপেক্ষায় আছি।”

বিজয়ের এই সই নিয়ে সন্তুষ্ট পঞ্জাব এফসির টেকনিক্যাল ডিরেক্টর নিকোলাওস টোপোলিয়াতিস। তিনি বলেন, “আমরা বিজয়কে আমাদের দলে স্বাগত জানাতে পেরে আনন্দিত। তিনি একজন প্রতিভাবান ডিফেন্ডার, যিনি আইএসএল এবং আই-লিগ দুই জায়গা থেকেই গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা সংগ্রহ করেছেন। আমাদের দলে ভারতীয় তরুণ খেলোয়াড়দের নিয়ে শক্তিশালী স্কোয়াড তৈরি করাই লক্ষ্য এবং বিজয় সেই দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আশা করি, আমাদের ডিফেন্সে তিনি দৃঢ়তা এনে দিতে পারবেন এবং নিজের খেলায় আরও উন্নতি ঘটাবেন।”

আইএসএল ২০২৫-২৬ মরসুমের আগে নিজেদের স্কোয়াডে শক্তি জোগাতে এভাবেই আরও কিছু উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে পঞ্জাব এফসি, এবং বিজয় ভার্গিস সেই পরিকল্পনারই একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠতে চলেছেন বলে ধারণা করা হচ্ছে।

ISL Club Punjab FC announces the signing of defender Bijoy Varghese

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Previous articleএনডিএ-র সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে ঐতিহাসিক জয়ের প্রত্যাশায় ‘মোদীর হনুমান’
Next articleSSC নিয়োগে অচলাবস্থা, আদালতের রায় স্থগিত
Subhasish Ghosh
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক।২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।