ISL: লা লিগায় খেলা ফুটবলার আসছেন ভারতে, মেসির বিরুদ্ধেও নেমেছিলেন মাঠে

Tana Dominguez

ফুটবল প্রেমীদের চোখ এখন ইন্ডিয়ান সুপার লিগের (ISL) বিভিন্ন দলের দিকে। কোন ক্লাব কোন ফুটবলারকে সই করাবে সে দিকে তাকিয়ে ফুটবল উৎসাহীরা। এরই মধ্যে চমক দিল ভারতীয় ফুটবলে প্রসিদ্ধ, আই লিগ খেলা একটি ক্লাব।

আরও পড়ুন: Dylan fox rumours: ইস্টবেঙ্গলে ডিলান ফক্স? জেনে নিন সত্যিটা?

   

চার্চিল ব্রাদার্সের হয়ে খেলার জন্য ভারতে আসছেন লা লিগায় খেলা এক তারকা ফুটবলার। যিনি লিওনেল মেসির বিরুদ্ধেও মাঠে নেমেছিলেন। লা লিগায় রয়েছে প্রচুর ম্যাচ খেলার অভিজ্ঞতা। করেছিলেন গোল। এশিয়ান ফুটবল নিয়েও ধারণা রয়েছে তাঁর।

আরও পড়ুন: Brendan Hamill: করোনায় আক্রান্ত এটিকে মোহনবাগানের ডিফেন্ডার ব্রেন্ডন হ‍্যামিল

সম্প্রতি খবর পাওয়া গিয়েছে, তানা দমিঙ্গেজ নামের এক অ্যাটাকিং মিডফিল্ডারকে নিশ্চিত করেছে চার্চিল ব্রাদার্স। আশিটির বেশি লা লিগা ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। দশটি গোল রয়েছে নামের পাশে। সেই সঙ্গে একাধিকবার গোলের পিছনে অবদান রেখেছিলেন তিনি। কোপা দেল রে-তেও বেশ কিছু ম্যাচে নেমেছেন, গোল করেছেন।

আরও পড়ুন: Siachen: ৩৮ বছর পর মিলল সেনা জওয়ানের মরদেহ

তানা দমিঙ্গেজ কেরিয়ারের বেশিরভাগ সময় কাটিয়েছেন লাস পালমাসে। একশো তিরিশটির কাছাকাছি ম্যাচ খেলেছিলেন সেখানে। প্রায় সাতটি মরসুম তাঁকে দলে রেখেছিল লাস পালমাসে। পালমাসের সি ও বি দলের হয়েও খেলেছেন। সেখান থেকে এসেছিলেন মূল দলে। এশিয়ান ফুটবলে অংশ নিয়েছেন। তবে এশিয়ার তাঁর পরিসংখ্যান দারুণ কিছু নয়।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন