ISL: সম্প্রতি বিশ্বকাপ জয়ী ফরাসি তারক পল পোগবার দাদাকে সই করিয়ে চমক দিয়েছিল এটিকে মোহনবাগান। তার রেশ কাটতে না কাটতেই আইএসএলের দুই বারের চ্যাম্পিয়ান চেন্নাইয়িন এফসি আরও একটি চমক দিলো।
জার্মানি এবং ফ্রান্সের প্রথম সারির লিগে খেলা ফ্যালাউ ডিয়াগনে’কে সই করাল এই ক্লাব।খেলেছেন সেনেগালের জাতীয় দলের হয়ে,আফ্রিকান কাপ জয়ী যে দেশের ফুটবল দলের অধিনায়ক সদ্য লিভারপুল থেকে বায়ার্ন মিউনিখে যোগদান করা সাদিও মানে।
অন্যদিকে মহামেডান স্পোর্টিং’ও সেনেগালের এক ফুটবলার’কে দলে নিয়েছে। সেন্ট্রাল ডিফেন্স পজিশনে খেলা ওই ফুটবলারের নাম ওসমানে। লিয়নের এই ইউথ প্রোডাক্ট’কে এক বছরের চুক্তিতে সই করাল সাদা-কালো ব্রিগেড।ফ্রান্স, তুরস্ক, মলডোভের ক্লাবে খেলার অভিজ্ঞতা আছে এই ফুটবলারের।