Monday, December 8, 2025
HomeSports Newsমহামেডান স্টার বাঙালি ফুটবলারকে দলে পেতে আগ্রহী হায়দ্রাবাদ এফসি

মহামেডান স্টার বাঙালি ফুটবলারকে দলে পেতে আগ্রহী হায়দ্রাবাদ এফসি

- Advertisement -

চলতি আইলিগে দুরন্ত পারফরম্যান্স দিচ্ছে মহামেডান স্পোর্টিং ক্লাব। (Mohamedan sc)বিদেশি’দের পাশাপাশি এবার বেশ কিছু প্রতিভাবান বাঙালি ফুটবলার নজরকাড়া পারফরম্যান্স দিচ্ছে সাদা কালো ব্রিগেডের হয়ে।তাদেরই একজন লেফট ব্যাক মনোজ মহম্মদ। তাকে দলে পেতে আগ্রহ প্রকাশ করেছে আইএসএল চ্যাম্পিয়ন হায়দ্রাবাদ এফসি।

শোনা যাচ্ছে মনোজকে দলে পাওয়ার প্রক্রিয়করণ শুরু করেছে হায়দ্রাবাদ।মহামেডানের সাথে মনোজের চুক্তি শেষ হচ্ছে ,তাই তাকে ফ্রি এজেন্ট হিসেবে দলে পেতে চাইছে হায়দ্রাবাদ এফসি।ইতিমধ্যে তার সাথে অনেক টাই কথাবার্তা এগিয়েছে বলে জানা গিয়েছে।

   

রক্ষণে‍র পাশাপাশি আক্রমণাত্মক ফুটবল খেলতে বিশেষ ভাবে সক্ষম মনোজ।এবারের আইলিগে এখনও অবধি ১৫ টি ম‍্যাচ খেলেছেন তিনি, তার মধ্যে দুটো গোলমুখী পাস আছে তার,এছাড়া চলতি আইলিগে সবচেয়ে সফল পাসার মধ্যে প্রথম পাঁচজন যে ফুটবলার আছে তাদের মধ্যে অন‍্যতম একজন তিনি,এমন একজন ফুটবলার যোগদান করলে আরও শক্তিশালী হবে যে হায়দ্রাবাদ,সে কথা বলাই বাহুল‍্য।

মনোজ’কে দলে আনতে এতোটা কেনো মরিয়া হায়দ্রাবাদ এফসি? এর নেপথ‍্যেও রয়েছে কারণ,শোনা যাচ্ছে তারকা লেফট ব‍্যাক আকাশ মিশ্রার হায়দ্রাবাদ এফসি ছাড়ার সম্ভাবনা খুবই প্রবল,তাই মনোজ’কে ক্লাবে আনা অত‍্যন্ত জরুরি হয়ে উঠেছে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular