ISL শুরু’র আগে মাঠে নামবে কি অধিনায়ক ক্রিভেলারো, চিন্তায় চেন্নাইয়িন

বুধবার দুইবারের আইএসএল (ISL) চ‍্যাম্পিয়ান চেন্নাইয়িন এফসি প্রস্তুতি ম‍্যাচে হার হজম করেছে মহামেডান স্পোর্টিংয়ের কাছে ২-১ গোলে।এদিকে চেন্নাইয়িন টিম ম‍্যানেজমেন্ট বর্তমানে চিন্তিত দলের অধিনায়ক ব্রাজিলের…

Chennaiyin FC practice match against Kidderpore SC

short-samachar

বুধবার দুইবারের আইএসএল (ISL) চ‍্যাম্পিয়ান চেন্নাইয়িন এফসি প্রস্তুতি ম‍্যাচে হার হজম করেছে মহামেডান স্পোর্টিংয়ের কাছে ২-১ গোলে।এদিকে চেন্নাইয়িন টিম ম‍্যানেজমেন্ট বর্তমানে চিন্তিত দলের অধিনায়ক ব্রাজিলের রাফায়েল ক্রিভেলারো’র চোট নিয়ে।

   

ব্রাজিলের বিখ‍্যাত ক্লাব ন‍্যাশিওনালের ইউথ প্রোডাক্ট এই ফুটবলার ২০১৯ সাল থেকে রয়েছে চেন্নাইয়িনে।এখনও অবধি খেলেছেন মোট ২৭ টি ম‍্যাচ,করেছেন ৮ টি গোল।অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে খেলা এই ফুটবলারের খানিকটা চোট রয়েছে বর্তমানে।

গত কয়েক বছরে নিজের দুরন্ত ফুটবলের পরিচয় দিয়ে দক্ষিণের এই আইএসএল চ‍্যাম্পিয়ান দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ ফুটবলার হয়ে উঠেছেন ক্রিভেলারো।দলের অধিনায়ক’ও তিনি।শোনা যাচ্ছে মরশুম শুরু আগে চোট সারিয়ে ওঠার কাজ জোর কদমে চালাচ্ছেন তিনি।আশা করা যাচ্ছে আইএসএল শুরু’র আগে পুরোপুরি ফিট হয়ে উঠবেন।