Sunday, December 7, 2025
HomeSports NewsISL: মরশুমের প্রথম বিদেশি ফুটবলার সই করাল হায়দ্রাবাদ এফসি

ISL: মরশুমের প্রথম বিদেশি ফুটবলার সই করাল হায়দ্রাবাদ এফসি

- Advertisement -

ভার্সেটাইল স্প‍্যানিশ মিডফিল্ডার বোর্জা হেরেরা কে সই করিয়ে বিশেষ চমক দিলো গতবারের আইএসএল (ISL) চ‍্যাম্পিয়ান হায়দ্রাবাদ এফসি৷ ২৯ বছর বয়সী এই ফুটবলার একবছরের চুক্তিতে যোগদান করলেন ক্লাবে।ভারতে খেলার জন্য মুখিয়ে আছেন তিনি।

“এটা আমার কাছে অত্যন্ত দারুণ একটা সুযোগ।হায়দ্রাবাদ এফসি দুর্দান্ত একটা দল,বর্তমানে চ‍্যাম্পিয়ান।আমার মাঠে নামার তর সইছে না।” – চুক্তি মেটার পর এমনটাই জানিয়েছেন বোর্জা হেরেরা।

   

এর আগেও হায়দ্রাবাদ এফসির কোচ মানোলো ডিয়াজের কোচিংয়ে খেলার অভিজ্ঞতা আছে বোরজার।স্পেনের Anexo Del Estadio Gran Canaria তে ডিয়াজের কোচিংয়ে খেলতে দেখা গেছিলো তাকে।

যেকোনো পজিশনে খেলতে পারেন বোরজা।স্পেনের একাধিক ক্লাবে খেলার পাশাপাশি ইজরায়েলের ক্লাবে খেলার অভিজ্ঞতা আছে ।মানোলোর মতে বোরজা আসায় শক্তিশালী হলো হায়দ্রাবাদ।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular