ISL: সেমিফাইনালে এই একটি বিষয় ভোগাতে পারে বাগানকে

সেমিফাইনালে (ISL) কিছু ইতিবাচক দিক যেমন এটিকে মোহন বাগানের (ATK Mohun Bagan) সঙ্গে থাকবে, তেমনই থাকবে কিছু নেতিবাচক দিক। সেট পিস থেকে গোল করার ক্ষেত্রে…

ATK Mohun Bagan defeated North-East United

short-samachar

সেমিফাইনালে (ISL) কিছু ইতিবাচক দিক যেমন এটিকে মোহন বাগানের (ATK Mohun Bagan) সঙ্গে থাকবে, তেমনই থাকবে কিছু নেতিবাচক দিক। সেট পিস থেকে গোল করার ক্ষেত্রে এবার পারদর্শিতা দেখাতে পারেনি বাগান। ফুটবল বোদ্ধারা জানেন যে হাইভোল্টেজ কোনো ম্যাচে সেট পিস থেকে করা একটা মুভমেন্টই ম্যাচের মোড় ঘোরানোর ক্ষেত্রে যথেষ্ট। এ ব্যাপারে সেমিতে কিছুটা পিছিয়ে শুরু করবে এটিকে মোহন বাগান। 

   

সেট পিস থেকে করা গোলের দিক থেকে একেবারে নীচের দিকে রয়েছে হুয়ান ফেরান্দোর দল। দশটি গোলও করতে পারেননি বাগান ফুটবলাররা। সেমিফাইনালে যে চারটি দল রয়েছে তার মধ্যে এটিকে মোহন বাগান সেট পিস পরিসংখ্যানের দিক থেকে সবথেকে পিছনে রয়েছে। 

সেট পিস থেকে সেভাবে গোল না পেলেও ওপেন প্লে থেকে গোল করার ব্যাপারে টুর্নামেন্টের অন্যান্য দলকে টেক্কা দিয়েছে বাগান। ওপেন প্লে থেকে সবথেকে বেশি গোল করেছেন লিস্টন কোলাসো, জনি কাউকোরা। ৩৭ টি গোলের মধ্যে ২৮টিই তারা করেছে ওপেন প্লে থেকে। নয়টি গোল হয়েছে থ্রু পাস থেকে। ওপেন প্লে এবং থ্রু পাস থেকে গোল করার দিক থেকে বাগানই এখনও পর্যন্ত এবারের ইন্ডিয়ান সুপার লিগের সেরা দল। 

যদিও জামশেদপুরের বিরুদ্ধে শিল্ডের লড়াইয়ে ওপেন প্লে থেকে গোল তুলতে পারেনি দল। ট্যাকটিক্যাল ফুটবল খেলেও একটা মুভমেন্ট ভেঙে দিয়েছিল বাগানের রক্ষণভাগ। সেট পিসের পাশাপাশি এই বিষয়টি নিয়েও হয়তো কাজ করছেন হুয়ান।