ISL: মুম্বইয়ের বিরুদ্ধে বড় ব্যবধানে হার ATK মোহনবাগানের

ISL Mumbai Team

Sports desk: আইএসেলের (ISL) তৃতীয় ম্যাচে হোঁচট ATK মোহনবাগানের। তিনদিন আগে হাইভোল্টেজ ডার্বি ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী এসসি ইস্টবেঙ্গলকে হারিয়েছে সবুজ মেরুন শিবির। কিন্তু মহাডার্বি ম্যাচের ‘হ্যাংওভার’ কাটিয়ে উঠতে পারলো না ATK মোহনবাগান।

বুধবার ডিফেন্স বর্ডারকে ফালাফালা করে মুম্বই সিটি এফসির বিক্রম প্রতাপ সিং’র শুরুতেই গোল,৪ মিনিটে। ২৫ মিনিটে সবুজ মেরুনের জালে বল জড়ানোর কারিগর সেই বিক্রম। অধিনায়ক প্রীতম কোটালের আইএসএলের শততম ম্যাচে বিক্রম দাপট।

   

মুম্বই প্রথম গোল পেয়েই দ্বিগুণ আত্মবিশ্বাসী হয়ে আক্রমণমুখী হয়ে ওঠে বল পায়ে। 20 মিনিটে মুম্বই’র কাছে গোলের সুযোগ!

বিক্রম প্রতাপ সিং বক্সে দুর্দান্ত এক রান তোলেন এবং ক্রস রাখেন, কিন্তু ইগর অ্যাঙ্গুলো ক্রস পিসের সঙ্গে সংযোগ করতে ব্যর্থ হন। মুম্বই কাউন্টার করলেই সবুজ মেরুন ফুটবলারেরা পুরো প্যারালাল লাইনে দাঁড়িয়ে যাচ্ছে। ডিফেন্সের এই ফাঁকফোকর খুঁজে বের করে মুম্বই আক্রমণের ঝড় তুলছে বিপক্ষের বিরুদ্ধে।

৩৭ মিনিটে গোল ইগর অ্যাঙ্গুলোর। মুম্বই’র অধিনায়ক মুরতাদার হেডার পুরোপুরি ইগরের পায়ে পড়তেই গোলের ঠিকানায় বল জালে তৃতীয় গোল মুম্বই সিটি এফসির।

এই মুহূর্তে স্বপ্নের রাজ্যে আছে মুম্বই সিটি এফসি, ATK মোহনবাগানের বিরুদ্ধে গোলের লিড নিয়ে।৪৩ মিনিটে বাগানের ডিফেন্সে বিপদ ঘনিয়ে আসে, মুম্বই’র ফুটবলার ক্রস ডেলিভারি করেন কিন্তু দুরন্ত ব্লক করেন প্রীতম কোটাল। প্রথমার্ধে বিক্রম প্রতাপ সিং’র জোড়া গোল এবং ইগর অ্যাঙ্গুলোর এক গোল। ATKMB 0-3 MCFC।

ম্যাচ বিরতির বাঁশি বেজে ওঠে,খানিক হতাশ রয় কৃষ্ণ,শুভাশিস বসু,গোলকিপার অমরিন্দর সিং বডি ল্যাঙ্গুয়েজে স্পষ্ট। প্রথমার্ধে তিন গোলে পিছিয়ে থেকে ATK মোহনবাগান ফুটবলারেরা বিধ্বস্ত অবস্থায় টানেলের পথে।

দ্বিতীয়ার্ধতে ম্যাচ শুরু হলে ৪৬ মিনিটে লাল কার্ড দেখে দীপক টাংরি। ১০ জনের ATK মোহনবাগান, মুম্বই সিটি এফসির বিরুদ্ধে। বিক্রমকে কড়া চ্যালেঞ্জের জন্য ট্যাংরিকে বিদায় নিতে হয়। এমন ধাক্কা সামলে ওঠার আগেই ফের গোলের লিড মুম্বই’র। ৪৭ মিনিটে মুরতাদা ফলের হেডারে থেকে গোল।

৫২ মিনিটে মুম্বই’র হয়ে বিপিন থংসামের।বাম দিক থেকে কোণ খুঁজে গোলকিপার অমরিন্দরকে কোনও সুযোগ না দিয়ে শট জালে জড়িয়ে যেতেই ATKMB 0-5 গোলের লিড MCFC।

৫৫ মিনিটে মনভীর সিং’র শট অফ টার্গেট। ৬০ মিনিটে গোল সবুজ মেরুনের গোল ডেভিড উইলিয়মসের দৌলতে। স্কোরলাইন ATKMB 1-5 MCFC। ATK মোহনবাগানের বিরুদ্ধে 5 স্টার পারফরম্যান্স মুম্বই সিটি এফসির, চলতি আইএসএলে।

মুম্বই সিটি এফসি ATK মোহনবাগানের বিগত দুই ম্যাচ ফলো করে গেমপ্ল্যান সাজিয়েছে। গোলমেশিন রয় কৃষ্ণর সাপ্লাই লাইন ছেটে দিতেই ফিজিয়ান স্ট্রাইকার এদিনের ম্যাচে নিঃস্পৃহ। ৪২ মিনিটে ইগর ক্যাটাটাউ গোলের সুযোগ হাতছাড়া করে মুম্বই’র হয়ে। ম্যাচের রেজাল্ট রেফারির শেষ বাঁশি বাজতেই ATKMB 1-5 MCFC।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন