যে পাঁচটি কথা শুনতে শুনতে ক্লান্ত বাঙালি মেয়েরা

ছেলেদের তুলনায় মেয়েদের নিয়ে একটু বেশিই চিন্তিত বাবা-মায়েরা। যদিও এই ‘বেশি চিন্তা’র পেছনে সমাজ, সামাজিক অবস্থান, মানসিকতার মতো ওজনদার কিছু শব্দ রয়েছে। সেগুলির বিশ্লেষণে যাওয়ার…

Srabanti

ছেলেদের তুলনায় মেয়েদের নিয়ে একটু বেশিই চিন্তিত বাবা-মায়েরা। যদিও এই ‘বেশি চিন্তা’র পেছনে সমাজ, সামাজিক অবস্থান, মানসিকতার মতো ওজনদার কিছু শব্দ রয়েছে। সেগুলির বিশ্লেষণে যাওয়ার প্রয়োজন নেই। প্রশ্নটা হল বাবা-মা যদি বাঙালি হন? তাহলে প্রশ্নবাণে জর্জরিত হয়ে যায় মেয়ে। বিয়ের আগে অবধি তাকে প্রতিপদে নজরে রাখেন বাবা-মা। আর এই বাঙালি বাবা-মা’য়েদের কিছু নির্দিষ্ট কথা রয়েছে, যা শুনতে শুনতে বছরের পর বছর ধরে প্রত্যেকটি বাঙালি মেয়ে’ই রীতিমতো ক্লান্ত।

১. তাড়াতাড়ি বাড়ি ফিরবি কিন্তু
বাঙালি হোক বা না হোক, ভারতীয় মায়েরা সবসময় চায় তাদের মেয়েরা ‘তাড়াতাড়ি’ বাড়িতে ফিরুক। যদিও মেয়ের জন্য উদ্বেগ হয় বলেই মায়েরা এটা বলে। কিন্তু এটা মেনে নেওয়াও গুরুত্বপূর্ণ যে বড় হয়ে ছেলে-মেয়েরা স্বাধীন হয়। তারা নিজেদের যত্ন নিজেরাই নিতে পারে।

আরও পড়ুন মাস্ক পরে মুখের ত্বকের সমস্যা! দ্রুত সমাধানে মাথায় রাখুন কয়েকটি টিপস

২. এবার তোর বিয়ে দিতে হবে
মেয়ের বয়স কুড়ি পেরোলেই তার বিয়ের জন্য ভাবনা-চিন্তা করতে শুরু করেন বাবা-মায়েরা। বেশিরভাগ ক্ষেত্রেই লাভ-ম্যারেজের চেয়ে অ্যারেঞ্জ ম্যারেজকে প্রাধান্য দেন তারা। যদিও সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে তাদের মানসিকতাও বদলাচ্ছে। বদল আসছে চিন্তা-ভাবনাতেও। ফলে অনেক ক্ষেত্রেই বিয়ের সময় মেয়ের সিদ্ধান্তকেই প্রাধান্য দিচ্ছেন বাবা-মায়েরা।

৩. অত ছেলেদের সঙ্গে মিশতে হবে না
বিয়ের জন্য উঠেপড়ে লাগলেও মেয়ের প্রচুর ছেলে বন্ধু, মেনে নিতে পারেন না অনেক বাবা-মা’ই। ফলে তা নিয়েও চিন্তিত থাকেন তারা। আর তা শুনতে শুনতে বিরক্ত হয়ে যায় মেয়ে।

আরও পড়ুন পুদিনার ম্যাজিক! উজ্জ্বল ত্বক পেতে জেনে নিন পুদিনার উপকারিতা

৪. যা ইচ্ছে কর
মা যখন এই কথা বলেন, তখন বুঝতে হবে মেয়ে মায়ের অপছন্দের কিছু করেছে। সাধারণত মায়েরা এই কথাটি বলেন যখন মেয়ে বারবার তার কাছে কোন কিছুর জন্য অনুমতি চাইছে এবং তিনি দিচ্ছেন না। কিন্তু মেয়ে জিজ্ঞাসা করা বন্ধ করছে না।

5. তোকে আর কিচ্ছু বলার নেই
মানে, “তোমাকে বলার মতো আমার কিছুই নেই”। সত্যি কথা বলতে, বাবা-মা আপনাকে যেকোনো সময় এই কথা বলতে পারেন। তা অপ্রাসঙ্গিকও হতে পারে।