আগামী শনিবার ATK মোহনবাগান খেলতে নামছে হায়দরাবাদ এফসির বিরুদ্ধে বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে।এফসি গোয়ার বিপক্ষে হারের পর জয়ের পথে ফিরে আসতে চায় মেরিনার্সরা।আর এই কারণে হায়দরাবাদ এফসিকে ইন্ডিয়ান সুপার লিগের (ISL)২০২২-২৩ সেশনে দ্বিতীয়বার হারাতে চাইছে কোচ হুয়ান ফেরান্দোর ছেলেরা।
ছ’ম্যাচ অপরাজিত থাকার পর মানলো মার্কেজের ছেলেরা নিজেদের শেষ খেলা কেরালা ব্লাস্টার্সের কাছে ১-০ গোলে হেরে গিয়েছে। এমন আবহে নিজামর্সরাও চাইবে যুবভারতীতে ATKমোহনবাগানের বিরুদ্ধে উইনিং ট্র্যাকে ফিরে আসতে।দু’দলই জয় চাইছে ফলে কলকাতায় আইএসএল টুর্নামেন্টের এই ম্যাচ দুই শিবিরের কাছেই কঠিন হতে চলেছে।