ISL: প্রীতম কোটালের আত্মঘাতী গোলে ড্র করল ATK মোহনবাগান

ATK Mohun Bagan drew with a suicide goal by Pritam Kotal

চলতি ইন্ডিয়ান সুপার লীগের (ISL) দ্বিতীয় লেগের ডার্বি ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী এসসি ইস্টবেঙ্গল হারিয়ে দুরন্ত ছন্দে থাকা ATK মোহনবাগানের বৃ্হস্পতিবার ১-১ গোলে ড্র করলো, মুম্বই সিটি এফসির বিরুদ্ধে।

ম্যাচের ৯ মিনিটে ডেভিড উইলিয়ামসের গোলে এগিয়ে যায় মেরিনার্স ক্যাম্প। কিন্তু বিধি বাম! ২৪ মিনিটে সবুজ মেরুন স্কোয়াডের অধিনায়ক প্রীতম কোটালের আত্মঘাতী গোলের সুবাদে মুম্বই ১-১ গোলের সমতায় ফিরে আসে। প্রীতম কোটালের ওই আত্মঘাতী গোল ম্যাচের টার্নিং পয়েন্ট।

   

খেলার প্রথমার্ধের অতিরিক্ত তিন মিনিটে কোনও দলই গোলের লকগেট খুলতে পারেনি। বিক্ষিপ্তভাবে ATK মোহনবাগান ম্যাচের ২৯ মিনিটে মনবীর সিং’র হেডার,৩৬ মিনিটে সেটপিস থেকে ডেভিড উইলিয়ামসের হেডার,৪০ মিনিটে লিস্টন কোলাসোর ডান পায়ের শট,৪৭ মিনিটে ডেভিড উইলিয়ামসের নেওয়া ডান পায়ের শট বক্সের বাইরে দিয়ে বেরিয়ে যাওয়া,৪৭ মিনিটে দীপক টাংড়ির ডান পায়ের শট মুম্বই সিটি এফসির জালের ঠিকানা খুঁজে পায়নি। একই অবস্থা মুম্বই সিটি এফসি’র হয়েছিল। মুম্বই’র বিক্রম সিং,বিপিন সিং,রাহুল ভেকে,আহমেদ জাহোহ কেউই গোলের লিড তুলতে পারেনি।

খেলার দ্বিতীয়ার্ধে,মেরিনার্সদের হয়ে হুগো বুমৌস,ডেভিড উইলিয়ামস,আশুতোষ মেহতা, শুভাশিস বোস,প্রবীর দাস গোলের সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি।৮৬ মিনিটে হ্যাণ্ডবল হুগো বুমৌসের। ডার্বি ম্যাচে ‘হ্যাটট্রিক বয়’ এদিনও পরিবর্ত খেলোয়াড় হিসেবে মাঠে নামে এবং ৮৯ মিনিটে কিয়ান নাসিরির বা পায়ের শট বক্সের বাইরে দিয়ে চলে যায়।৯০ মিনিটে প্রীতম কোটালের হেডার কাজে আসেনি। অতিরিক্ত ৫ মিনিট পেলেও মেরিনার্সরা গোলের লিড নিতে পারে নি। জেতা ম্যাচ অধিনায়ক প্রীতম কোটালের আত্মঘাতী গোলের সৌজন্যে মাঠে মারা যায়, মুম্বই’র বিরুদ্ধে ১-১ গোলে ড্র করে।

অন্যদিকে, ম্যাচের দ্বিতীয়ার্ধে মুম্বই সিটি এফসি অনেক বেশি অ্যাটার্কিং ফুটবল খেলে ATKমোহনবাগানের বিরুদ্ধে বল পায়ে।ঈগর আঙ্গুলো,কাসিও গাব্রিয়েল,বিপিন সিং,মন্দার রাও দেসাই,চাঙতে পালা করে মেরিনার্স ডিপ ডিফেন্সে বল পায়ে আক্রমন শানালেও গোলের দরজা খুলতে পারেনি। বিশেষ করে কাসিও গাব্রিয়েল,ঈগর আঙ্গুলো সবুজ মেরুন ডিফেন্স লাইনকে বারে বারে ডিস্টার্ব করছিল। কিন্তু মেরিনার্স ক্যাম্পের ডিফেন্স লাইন সতর্ক থাকায় মুম্বই’র ‘মুভিট্যাপ’ অর্থাৎ ফাঁদে ফেলার কৌশলে পা রাখে নি।

মুম্বই’র বিরুদ্ধে ড্র করাতে ISL পয়েন্ট টেবিলে ATKমোহনবাগান এখন ১২ ম্যাচে২০ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে। এছাড়া ফিজিয়ান ‘গোল্ডেন বয়’ রয় কৃষ্ণকে ATK মোহনবাগান হেডকোচ হুয়ান ফেরান্দো প্রথম একাদশে ঠাইতো দেয়ই নি, উল্টে রিজার্ভ ৯ জন খেলোয়াড় হিসেবেও সাইড বেঞ্চে বসার সুযোগ দেয় নি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন