নিজামর্স’দের টিম গেম নির্ভর ফুটবল চ্যালেঞ্জ ছিল ATK মোহনবাগান (ATK Mohun Bagan) হেডকোচ হুয়ান ফেরান্দোর কাছে।মঙ্গলবার ISLলিগ টপার হায়দরাবাদ এফসিকে ১-২ গোলে হারিয়ে দিল ATK মোহনবাগান।
সবুজ মেরুন শিবিরের হয়ে দুই গোল ৫৬ মিনিটে লিস্টন কোলাসোর এবং ৫৯ মিনিটে মনবীর সিং’র। হায়দরাবাদের হয়ে গোল শোধ করে অস্ট্রেলিয়ান ফুটবলার জোয়েল চাইনিজ,৬৭ মিনিটে। নিজামর্সদের টিম গেম নির্ভর অ্যাটার্কিং ফুটবল আটকে দিয়ে বাজিমাৎ করলেন সবুজ মেরুন হেডস্যার হুয়ান ফেরান্দো।
নিজামর্সদের বিরুদ্ধে রয় কৃষ্ণ’র অনুপস্থিতি; হুগো, কার্লের খেলার প্রায় ৩০ মিনিট শেষে উঠে যায়।এরপরেও শুধুমাত্র অদম্য লড়াই চালিয়ে হায়াদরাবাদ এফসি’র বিরুদ্ধে দুরন্ত টিম গেম নির্ভর ফুটবল ATK মোহনবাগানের।এদিন গোল করে লিস্টন কোলাসো আভিলাশ পালকে গোল উৎসর্গ করেন।হাঁটুর ইনজুরি রয়েছে তরুণ গোলরক্ষক আভিলাশ পালের,তবে অভিলাশ দ্রুত সুস্থ হয়ে উঠছে এমনই জানিয়েছে ATK মোহনবাগান টুইট পোস্টে।
মঙ্গলবার হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচের প্রথমার্ধের শেষের দিকে নামানো হয় কিয়ান নাসিরিকে,কার্ল ম্যাকহাগের পরিবর্ত খেলোয়াড় হিসেবে। অনেকটা বেশি সময় জুড়ে সবুজ মেরুন জার্সি গায়ে বিপক্ষ দলের ফুটবলারদের সঙ্গে বল দখলের লড়াই করতে দেখা গেল ইন্ডিয়ান সুপার লিগের (ISL) দ্বিতীয় লেগের ডার্বি ম্যাচের ‘হ্যাটট্রিক বয়’কে। এমন মহার্ঘ্য সুযোগ আসে কিয়ান নাসিরির কাছে হুগো, কার্লের ইনজুরির কারণে।
হায়দরাবাদ এফসি’র বিরুদ্ধে জয়ের ফলে ATK মোহনবাগান লিগ টেবিলে চার নম্বরে উঠে এলো ১৩ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে (৫)। অন্যদিকে ১৫ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে লিগ টপার হায়দরাবাদ,হেরে গেলেও গোল পার্থক্যে (১৯)।লিগ টেবিলে তিন নম্বরে বেঙ্গালুরু এফসি ১৫ ম্যাচে ২৩ পয়েন্ট, কিন্তু গোল পার্থক্যে (৭) এবং দু’নম্বরে কেরালা ব্লাস্টার্স এফসি ১৩ ম্যাচে ২৩ পয়েন্ট, গোল পার্থক্যে (৮)।