HomeSports NewsISL : উইলিয়ামসকে নিয়েছে মুম্বই, মুম্বইয়ের পছন্দের ফুটবলারকে নিয়ে নিল বাগান

ISL : উইলিয়ামসকে নিয়েছে মুম্বই, মুম্বইয়ের পছন্দের ফুটবলারকে নিয়ে নিল বাগান

- Advertisement -

কিছু দিন আগে সাড়া পড়ে গিয়েছিল দল বদলের বাজারে (ISL)। এটিকে মোহন বাগানের (ATK Mohun Bagan) ডেভিড উইলিয়ামসকে (David Williams) নিশ্চিত করেছে মুম্বই সিটি (Mumbai City FC) ফুটবল ক্লাব। এবার মুম্বইয়ের পছন্দের তালিকায় থাকা এক ফুটবলারকে চূড়ান্ত করে নিল এটিকে মোহন বাগান।

জানা গিয়েছে যে হায়দরাবাদ এফসির আশীষ রাইকে দলে নিয়েছে এটিকে মোহন বাগান। বিরাট অংকের ট্রান্সফার ফি দিয়ে তাঁকে নেওয়া হয়েছে দলে। ট্রান্সফার ফি এর পরিমাণ এক কোটি টাকারও বেশি বলে শোনা যাচ্ছে। পাঁচ বছরের জন্য সবুজ মেরুন শিবিরের সঙ্গে চুক্তি আশীষের।

   

বছর তেইশের আশীষ রাইকে নেওয়ার দৌড়ে মুম্বই সিটিও ছিল বলে জানা গিয়েছে। উঠতি ভারতীয় তারকাকে সই করানোর দৌড়ে ছিল এটিকে মোহন বাগান এবং মুম্বই সিটি। শেষ পর্যন্ত বাগানের পথে সিকিমের এই খেলোয়াড়।

ভারতীয় ফুটবলের অন্যতম উদীয়মান তারকা এই আশীষ রাই। মাত্র তেইশ বছর বয়সে জাতীয় স্তরের ফুটবলে দাপিয়ে বেড়াচ্ছেন। ২০১৯-২০২২ মরশুমে হায়দরাবাদ এফসির হয়ে খেলেছেন প্রায় ৫০ টি ম্যাচ। রাইট ব্যাক কিংবা উইং বরাবর খেলতে পছন্দ করেন।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular