ISL: ফেরেন্দোর রাতের ঘুম কাড়তে চলেছে বেঙ্গালুরুর এই তিন মূর্তি, চিনে নিন তাদের

আগামীকাল আইএসএলের (ISL) ফাইনাল ম্যাচ। যা নিয়ে বিগত কয়েকদিন ধরেই সরগরম ভারতীয় ফুটবল। সাজো সাজো রব গোটা গোয়া জুড়ে।

আগামীকাল আইএসএলের (ISL) ফাইনাল ম্যাচ। যা নিয়ে বিগত কয়েকদিন ধরেই সরগরম ভারতীয় ফুটবল। সাজো সাজো রব গোটা গোয়া জুড়ে।

আগামীকাল আইএসএলের (ISL) ফাইনাল ম্যাচ। যা নিয়ে বিগত কয়েকদিন ধরেই সরগরম ভারতীয় ফুটবল। সাজো সাজো রব গোটা গোয়া জুড়ে। এবছর গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে হতে চলেছে ইন্ডিয়ান সুপার লিগের শেষ ম্যাচ। যার জন্য দিনরাত এক করে অনুশীলন করছেন দুই দলের ফুটবলাররা। একদিকে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি। অন্যদিকে প্রীতম কোটালের এটিকে মোহনবাগান। বর্তমানে দুটো দলই রয়েছে নিজেদের চূড়ান্ত ফর্মে। তবে এবছরের ফাইনালে বাগান কোচ হুয়ান ফেরেন্দোর চিন্তা বাড়াতে পারে বিপক্ষের তিন তারকা। কারা এই তিন তারকা?

Advertisements

সর্বপ্রথম উঠে আসে ফিজির তারকা ফুটবলার রয় কৃষ্ণার নাম। যিনি বিগত কয়েকবছর ধরেই সবুজ-মেরুন জার্সিতে কাপিয়ে গিয়েছেন কলকাতা ময়দান। এটিকের হয়ে আইএসএল জিতলে ও সবুজ-মেরুন জার্সিতে তা হয়ে ওঠেনি। তবে কলকাতা ডার্বি জয়ের ক্ষেত্রে বিরাট অবদান ছিল তার। একাধিকবার প্রতিপক্ষের ডিফেন্সে তান্ডব করে গিয়েছেন ফিজির এই ম্যাজিশিয়ান। এবার ও তাকে সামলে চলতে হবে বাগান ফুটবলারদের।

বিজ্ঞাপন

এরপরেই আসে সন্দেশ ঝিঙ্গান। তিনি ও সবুজ-মেরুনের রক্ষন সামলেছেন একাধিকবার। তাই পুরোনো দলের খেলোয়াড়দের একেবারে হাতের তালুর মতো চেনেন ভারতীয় দলের এই তারকা। তাই বিপক্ষে হুগো বুমোস কিংবা ম্যাকহিউয়ের মতো তারকারা থাকলে ও তাদের আটকানোর পন্থা অনেকটাই জানা রয়েছে সন্দেশের।

তারপর তিন নম্বরে আসে প্রবীর দাসের নাম। যিনি একটা সময় এটিকে মোহনবাগানের সবচেয়ে ভরসাযোগ্য রাইট ব্যাক – রাইট উইঙ্গার ছিলেন। এবছর তিনি খেলছেন সাইমনের বেঙ্গালুরু তে। চলতি মরশুমে মোট ১৬টি ম্যাচে মাঠে ছিলেন তিনি। যেকোনো সময় প্রতিপক্ষের রক্ষনের উপর আঘাত হানতে পারেন এই বাঙালি ফুটবলার। তাই সব ঠিক থাকলে হয়ত ফাইনালেই জ্বলে উঠবেন তিনি। তাই এখন থেকেই বাড়তি হোমওয়ার্ক করা শুরু করেছেন ফেরেন্দো।