প্রায় শেষ মুহূর্তে পৌঁছে গেছে অষ্টম ইন্ডিয়ান সুপার লিগ (ISL)। এই মুহূর্তে ১৯ ম্যাচ থেকে ৪০ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষ স্থান ধরে রেখেছে জামশেদ পুর এফসি।সমসংখ্যক ম্যাচে ৩৭ পয়েন্ট সংগ্রহ করে লিগ টেবিলের দ্বারা স্থানে আছে এটিকে মোহনবাগান।অংক বলছে লিগ – শিল্ড জিততে হলে সবুজ মেরুন ব্রিগেড’কে সোমবার জামশেদপুরের বিরুদ্ধে অন্তত দুই গোলের ব্যাবধানে জিততে হবে।
যদিও মোহনবাগানের লিগ শিল্ড জয়ের ব্যাপারে একেবারেই আশাবাদী নন প্রাক্তন ভারত অধিনায়ক বাইচুং ভুটিয়া।এক্ষেত্রে তার বাজী জামশেদপুর।একা চিমা ফারাক গড়ে দেবেন দুই দলের মধ্যে,মত প্রাক্তন ভারত তারকার।
শেষ ছয় ম্যাচে আইএসএলের আসরে দুরন্ত গতিতে ছুঁটছে জামশেদপুর।গত শুক্রবার তারা হারিয়ে দিয়েছে ওড়িশা এফসি’কে ৫-১ গোলের ব্যাবধানে।ম্যাচে জোড়া গোল করেন চিমা।গত জানুয়ারি মাসে ইস্টবেঙ্গল থেকে জামশেদপুরে যোগ দেন এই বিদেশি ফুটবলার ।
বাইচুং বলেন, ” চিমা যোগ দেওয়ার পর থেকে বদলে গেছে জামশেদপুর।লিগ টেবিলের শীর্ষ স্থান নিজেদের দখলে রেখেছে।এবার ওরা আইএসএল চ্যাম্পিয়ান হলে আমি অবাক হবোনা “।
এদিন সাক্ষাৎকারে চিমার ভূয়সী প্রশংসা করে বাইচুং বলেন, ” চিমা যোগদান করার পর থেকেই বদলে গিয়েছে জামশেদপুর।এখানে ও অনেক মুক্ত মনে খেলছে।প্রচুর গোলমুখী পাস পাচ্ছে,এবং সেই সব সুযোগের দারুণ ব্যাবহার করছে।বিপক্ষের বক্সে ও খুব ভয়ংকর।গোলটা ভালো চেনে।”…
প্রসঙ্গত,শনিবার হায়দ্রাবাদ এফসি’র কাছে ২-১ ব্যাবধানে হেরে এবছর আইএসএল থেকে বিদায় নিয়েছে গতবারের চ্যাম্পিয়ান মুম্বাই সিটি এফসি।