চোট সমস্যায় বাগানের এই ফুটবলার, খেলবেন ডার্বি ম্যাচ?

গত ম্যাচে কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু এফসির কাছে আটকে গিয়েছিল মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। বিরাট বড় ব্যবধানে পরাজিত হতে হয়েছিল জোসে মোলিনার ছেলেদের। যারফলে বর্তমানে…

Mohun Bagan Manvir Singh

গত ম্যাচে কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু এফসির কাছে আটকে গিয়েছিল মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। বিরাট বড় ব্যবধানে পরাজিত হতে হয়েছিল জোসে মোলিনার ছেলেদের। যারফলে বর্তমানে পয়েন্ট টেবিলের অনেকটাই নিচে ময়দানের এই প্রধান। সেখান থেকে ঘুরে দাঁড়ানোই এখন অন্যতম লক্ষ্য বাগান ব্রিগেডের। আগামী ৫ অক্টোবর সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে পরবর্তী ম্যাচ খেলবে মেরিনার্সরা। যেখানে লড়াই করতে হবে শক্তিশালী মহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে।

এখন এই ম্যাচে জয় পাওয়াই অন্যতম লক্ষ্য সবুজ-মেরুন ফুটবলারদের। উল্লেখ্য, নিজেদের প্রথম আইএসএল মরসুমে দুরন্ত পারফরম্যান্স করে চলেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। তাই আগামীর এই ডার্বিতে তাঁদের বিপক্ষে জয় পাওয়া যে খুব একটা সহজ হবে না তা ভালো করেই জানেন সকলে। তবুও নিজেদের সেরাটা দিয়ে ঘরের মাঠে ৩ পয়েন্ট নিশ্চিত করায় প্রধান লক্ষ্য শুভাশিস বসুদের। সেই মতো গত কয়েকদিন ধরেই কোচের তত্ত্বাবধানে জোর কদমে অনুশীলন চালাচ্ছেন ফুটবলাররা।

   

এদিন ও তাঁর অন্যথা হয়নি। বুধবার প্রথম থেকেই যথেষ্ট চনমনে থাকতে দেখা গিয়েছে দলের অধিকাংশ ফুটবলারদের। প্রথমদিকে ফিজিক্যাল ট্রেনিং করার পর পরবর্তীতে বল নিয়ে অনুশীলন শুরু করেন ফুটবলাররা। সেটপিসে জোর দেওয়ার পাশাপাশি সিচুয়েশন প্র্যাকটিসের দিকে ও নজর দিতে দেখা যায় ফুটবলারদের। তবে অনুশীলন চলাকালীন কিছুটা চোট পান মিডফিল্ডার মনবীর সিং ( Manvir Singh)।

যারফলে পরবর্তীতে দলের সঙ্গে অনুশীলন না করে সাইড লাইনে সময় কাটান এই ফুটবলার। তবে মনে করা হচ্ছে তাঁর চোট খুব একটা গুরুতর নয়। বড় কোনও সমস্যা না দেখা দিলে আসন্ন ডার্বি ম্যাচে সবুজ-মেরুন জার্সিতে মাঠে নামা নিশ্চিত এই ফুটবলারের।