এভাবে ও ফিরে আসা যায়। সোমবার নিজেদের ঘরের মাঠে ইন্ডিয়ান সুপার লিগের (ISL 2024) দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। যেখানে তাঁদের লড়াই করতে হয়েছিল শক্তিশালী নর্থইস্ট ইউনাইটেডের বিপক্ষে। সেই ম্যাচে পিছিয়ে থেকেও জয় ছিনিয়ে নিল ময়দানের এই প্রধান। ফলাফল গিয়ে দাঁড়ায় ৩-২ গোল। এদিন সবুজ-মেরুন জার্সিতে গোল পান যথাক্রমে দ্বীপেন্দু বিশ্বাস, শুভাশিস বসু এবং জেসন কামিন্স। অপরদিকে নর্থইস্ট ইউনাইটেডের হয়ে গোল করেন মোহাম্মাদ আলি বেমামার এবং আলাউদ্দিন আজিরেই।
এদিন প্রথম থেকেই যথেষ্ট আত্মবিশ্বাসী থাকতে দেখা গিয়েছিল পেদ্রো বেনালির ছেলেদের। আসলে কিছুদিন আগেই এই মাঠে মোহনবাগান সুপার জায়ান্টকে পরাজিত করে ডুরান্ড কাপ জয় করেছিল নর্থইস্ট ইউনাইটেড। স্বাভাবিকভাবেই বাড়তি আত্মবিশ্বাসকে সামনে রেখেই লড়াই শুরু করেছিল প্রতিপক্ষ দল। সেইমতো ম্যাচের ৪ মিনিটের মাথায় চলে ও আসে প্রথম গোল। তারপরেই ব্যাপক চাপে পড়ে গিয়েছিল মোহনবাগান। তবে পাল্টা আক্রমণ করতে ছাড়েনি ছেলেরা। তাতেই আসে সাফল্য। ম্যাচের ১০ মিনিটের মাথায় গোল করে দলকে সমতায় ফেরান দ্বীপেন্দু বিশ্বাস।
তারপর সময় যত এগিয়েছে ততই হাড্ডাহাড্ডি লড়াই দেখা গিয়েছে দুই দলের মধ্যে। আক্রমণ প্রতি আক্রমণে ক্রমশ জমজমাট হয়ে ওঠে ম্যাচ। কিন্তু ঠিক ২৪ মিনিটের মাথায় আলাউদ্দিনের গোলে ফের এগিয়ে যায় নর্থইস্ট ইউনাইটেড। প্রথমার্ধের শেষে সেই গোলের দরুণ এগিয়ে থাকে জন আব্রাহামের ফুটবল দল। কিন্তু দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর ছিল জোসে মোলিনার ছেলেরা। সেইমতো খেলা শুরু হওয়ার পর থেকে ক্রমশ চাপ বাড়তে থাকেন বাগান ফুটবলাররা। তারপর ৬১ মিনিটের মাথায় প্রতিপক্ষের গোলরক্ষককে টেক্কা দিয়ে গোল করে যান বাগান অধিনায়ক শুভাশিস বসু।
+3! Joy Mohun Bagan! 💚♥️#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/L3uqAjDPSb
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) September 23, 2024
তাঁর গোলেই সমতায় ফেরে মোহনবাগান। এরপর সময় যত এগিয়েছে ততই ভয়ঙ্কর হয়ে উঠেছে ময়দানের এই প্রধান। অপরদিকে ব্যবধান বাড়ানোর লক্ষ্য ছিল নর্থইস্টের। তবে সুযোগ বুঝে ৮৭ মিনিটের মাথায় নর্থইস্টের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন অজি তারকা জেসন কামিন্স। শেষ পর্যন্ত এই ব্যবধানেই জয় নিশ্চিত করে মেরিনার্সরা।