বিশালকে জাতীয় দলে খেলানোর দাবিতে বিশেষ টিফো বাগান সমর্থকদের

সোমবার সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএলের (ISL 2024) দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। যেখানে প্রতিপক্ষ হিসেবে রয়েছে পেদ্রো বেনালির নর্থইস্ট ইউনাইটেড। ম্যাচটা…

Vishal Kaith national team demand

সোমবার সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএলের (ISL 2024) দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। যেখানে প্রতিপক্ষ হিসেবে রয়েছে পেদ্রো বেনালির নর্থইস্ট ইউনাইটেড। ম্যাচটা যে খুব একটা সহজ হবে না সেটা ভালো মতোই জানেন বাগান কোচ জোসে মোলিনা‌। সপ্তাহ কয়েক আগে আইএসএলের এই ফুটবল ক্লাবের কাছে পরাজিত হয়েই ডুরান্ড কাপ হাতছাড়া হয়েছিল মোহনবাগানের। স্বাভাবিকভাবেই এই টুর্নামেন্টের ম্যাচে নিজেদের ঘরের মাঠে তাঁদের হারিয়ে দুধের স্বাদ ঘোলে মেটাতে চাইবেন বাগান ফুটবলার।

   

অপরদিকে চেনা প্রতিপক্ষকে ফের ঘরের মাঠে হারানোর চ্যালেঞ্জ আলাউদ্দিন আজিরেইদের। তবে এই ম্যাচের শুরুর আগেই এক অভিনব টিফোর সাক্ষী থাকল যুবভারতী ক্রীড়াঙ্গন। এই হাইভোল্টেজ ম্যাচের আগে সবুজ-মেরুন গ্যালারি থেকে নেমে আসে এক অভিনব টিফো। যেখানে জাতীয় দলের জার্সিতে দেখা গিয়েছে বিশাল কাইথকে। পাশাপাশি সেখানে লেখা ” ভয়েস অফ দ্যা হোল নেশনস। বিশাল ইস দ্যা ওনলি অপশন।” মূলত মেরিনার্স এরিনার তরফে যেটি ছাড়া হয়েছে স্টেডিয়ামে।

তাঁদের এই দাবি নিঃসন্দেহে নজর কেড়েছে গোটা দেশের ফুটবলপ্রেমীদের। উল্লেখ্য, গত কয়েক বছর ধরেই দেশের প্রথম ডিভিশনের ফুটবল লিগ তথা আইএসএলে অনবদ্য পারফরম্যান্স করে আসছেন বিশাল কাইথ। বলতে গেলে শেষ কয়েক ম্যাচে দলকে ট্রফি জেতানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল হিমাচল প্রদেশের এই গোলরক্ষকের। এছাড়াও ইন্ডিয়ান সুপার লিগে একবার গোল্ডেন গ্লাভস ও জিতেছিলেন বিশাল। তাঁর এই‌ অনবদ্য পারফরম্যান্সের দরুন পরবর্তীতে জাতীয় দলের স্কোয়াডে সুযোগ পান বাগানের এই গোলরক্ষক।

কিন্তু ভারতীয় দলের জার্সিতে সেভাবে নিজেকে মেলে ধরার সুযোগ পাননি এই তারকা। ইগর স্টিমাকের পর বর্তমানে স্প্যানিশ কোচ মানোলো মার্কুয়েজের হাতে উঠেছে জাতীয় দলের দায়িত্ব। দিন কয়েক আগেই তাঁর তত্ত্বাবধানে ইন্টারকন্টিনেন্টাল কাপ খেলেছিল ব্লু-টাইগার্স। সেখানে ও সুযোগ পাননি এই গোলরক্ষক। যা নিঃসন্দেহে হতাশ করেছে সকলকে। আসলে সময় বদলালে ও পরিস্থিতি রয়ে গিয়েছে ঠিক আগের মতোই। এবার সেই নিয়েই সরব হলেন বাগান সমর্থকরা।