মোহনবাগানকে সমীহ করছেন আন্দ্রে চেরনিশভ

শনিবার সন্ধ্যায় যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএলের চতুর্থ ম্যাচ খেলবে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। যেখানে তাঁদের লড়াই করতে হবে পড়শী ক্লাব মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে। গত…

Andrey Chernyshov

শনিবার সন্ধ্যায় যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএলের চতুর্থ ম্যাচ খেলবে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। যেখানে তাঁদের লড়াই করতে হবে পড়শী ক্লাব মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে। গত ম্যাচে কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু এফসির কাছে বড় ব্যবধানে পরাজিত হতে হয়েছিল দিমিত্রি পেত্রাতোসদের। এক কথায় যা বিরাট ধাক্কা ছিল সবুজ-মেরুন সমর্থকদের কাছে। এখন‌ সেখান থেকে ঘুরে দাঁড়ানোই অন্যতম লক্ষ্য বাগানের। অপরদিকে চেন্নাইয়িন ম্যাচের পর এবার যুবভারতীতে মোহনবাগানকে ধাক্কা দিতে মরিয়া অ্যালেক্সিস গোমেজরা।

তবে লড়াইটা যে সহজ হবে না সেটা ভালো মতোই জানেন সাদা-কালো কোচ আন্দ্রে চেরনিশভ। পিছিয়ে থাকা মোহনবাগান যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা ভালো মতোই জানেন তিনি। সেজন্য ম্যাচের আগে সাংবাদিকের তরফে প্রতিপক্ষ দল নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “মোহনবাগান শেষ ম্যাচ হেরেছে। ওরা এখন যথেষ্ট ক্ষুধার্ত। ওরা জিততে চাইবে। তাই ওরা বেশি ভয়ঙ্কর। তবে আমরাও লড়াইয়ের জন্য প্রস্তুত আছি।”

   

বর্তমানে পয়েন্ট টেবিলের ৮ নম্বরে রয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাব। তাঁদের থেকে কিছুটা নিচে অর্থাৎ ১০ নম্বরে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। তাই উপরে উঠে আসার ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ডার্বি ম্যাচ। সেক্ষেত্রে কেউ যে কাউকে এক ইঞ্চি ও জমি ছাড়বে না সেটা পরিষ্কার। এখন এই টানটান উত্তেজনা পূর্ন ম্যাচের দিকেই নজর রয়েছে বাংলার ফুটবলপ্রেমীদের। এসবের মাঝেই গত শুক্রবার সকালে শহরে এসেছেন মহামেডান স্পোর্টিং ক্লাবের ষষ্ঠ বিদেশি ফ্লোরেন্ট ওগিয়ার।

আসন্ন এই ডার্বি ম্যাচে তিনি মাঠে নামতে না পারলেও দলকে সমর্থন করতে উপস্থিত থাকবেন যুবভারতীতে। এই নয়া ডিফেন্ডারের উপস্থিতি অনেকটাই আত্মবিশ্বাস বাড়াবে দলের ফুটবলারদের মধ্যে। যার প্রভাব পড়তে পারে ম্যাচের মধ্যে।