প্রথম ম্যাচেই ধাক্কা, হতাশ মিকেল স্ট্যাহরে

রবিবার নিজেদের ঘরের মাঠে ইন্ডিয়ান সুপার লিগের (ISL 2024) প্রথম ম্যাচ খেলতে নেমেছিল কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। যেখানে তাঁদের লড়াই করতে হয়েছিল শক্তিশালী পাঞ্জাব এফসির…

Kerala Blasters Coach Mikael Stahre

রবিবার নিজেদের ঘরের মাঠে ইন্ডিয়ান সুপার লিগের (ISL 2024) প্রথম ম্যাচ খেলতে নেমেছিল কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। যেখানে তাঁদের লড়াই করতে হয়েছিল শক্তিশালী পাঞ্জাব এফসির বিপক্ষে। ঘরের মাঠে ম্যাচ থাকার সুবাদে প্রথম থেকেই যথেষ্ট আক্রমণাত্মক মেজাজে দেখা গিয়েছিল নোয়া সাদাউদের। কিন্তু শেষ রক্ষা হয়নি। নির্ধারিত সময়ের শেষে ২-১ গোলের ব্যবধানে পরাজিত হতে হয়েছে প্যানাজিওটিস ডিলমপেরিসের পাঞ্জাবের কাছে‌।

এদিন পাঞ্জাব এফসির হয়ে গোল পান যথাক্রমে লুকা মাজসেন এবং ফিলিপ মিজলজ্যাক। অপরদিকে কেরালার হয়ে একটিমাত্র গোল করেন জেসুস জেমিনেজ। উল্লেখ্য, ইন্ডিয়ান সুপার লিগের মধ্য দিয়েই কেরালা দলের জার্সিতে প্রথম ম্যাচ খেলতে নেমেছিলেন জেমিনেজ‌। প্রথম ম্যাচেই গোল। কিন্তু নিজেদের ঘরের মাঠে পরাজিত হওয়ার ফলে যথেষ্ট হতাশ সকলেই। এবারের ডুরান্ড কাপের হতাশাজনক পারফরম্যান্সের পর আইএসএলের প্রথম ম্যাচ থেকেই ঘুরে দাঁড়ানোর লক্ষ্য ছিল মিকেল স্ট্যাহরের। কিন্তু লড়াই করে ও হারতে হল পাঞ্জাবের কাছে‌‌।

   

ম্যাচ শেষে এই নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ” আমরা ম্যাচের শেষ মুহূর্তে যেভাবে খেলেছি তা সত্যিই হতাশাজনক। পাশাপাশি তিনি আরও বলেন, আজ রাতে আমাদের এই কঠিন পরাজয় মেনে নিতে হবে‌। তবে আমাদের এটির মোকাবিলা করতে হবে। সম্ভবত এই রাতে ঘুমানো কঠিন হবে তবে আগামীকাল থেকে নতুন করে শুরু করতে হবে। সমস্ত হতাশা ভুলে পরবর্তী ম্যাচের জন্য নিজেদের তৈরি করতে হবে‌‌।

অপরদিকে ম্যাচ শেষে জেসুস জেমিনেজ বলেন, ” এমন ফলাফলের আশা আমাদের কারুর ছিলনা‌। তবে এটি টুর্নামেন্টের প্রথম ম্যাচ। আমরা আমাদের ভুল ত্রুটি গুলি শুধরে নেওয়ার চেষ্টা করব।” সূচি অনুযায়ী আগামী ২২শে সেপ্টেম্বর নিজেদের ঘরের মাঠে দুর্বল ইমামি ইস্টবেঙ্গলের বিপক্ষে খেলতে নামবে দক্ষিণের এই ক্লাব।