ISL: পরিসংখ্যানে কামিন্সকে টেক্কা দিয়েছেন দিমি-কৃষ্ণা

ইন্ডিয়ান সুপার লিগ ২০২৩-২৪ মরসুমে প্রচুর গোল হয়েছে। নামীদামী বিদেশি ফুটবলাররা নজর একাধিক ম্যাচে। মরসুমের শুরুতে জেসন কামিন্সকে সই করিয়ে চমক দিয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট।…

Jason Cummings

ইন্ডিয়ান সুপার লিগ ২০২৩-২৪ মরসুমে প্রচুর গোল হয়েছে। নামীদামী বিদেশি ফুটবলাররা নজর একাধিক ম্যাচে। মরসুমের শুরুতে জেসন কামিন্সকে সই করিয়ে চমক দিয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট। কতটা সফল হয়েছেন তিনি? আইএসএল-এর ওয়েব সাইটে প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী Goal Conversion রেটের বিচারে সবার থেকে এগিয়ে রয়েছেন দিমিত্রিয়স দিয়ামান্তিকস। তারপরেই রয়েছেন রয় কৃষ্ণা। পাঁচজনের এই তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন জেসন কামিন্স।

ISL ক্লাবগুলোর চিন্তা বাড়াতে পারে এই জুটি

   

আইএসএল গোল্ডেন বুট জয়ী Dimitrios Diamantakos ২০২৩-২৪ মরসুমে বল জালে জড়ানোর ব্যাপারে সবচেয়ে ক্লিনিক্যাল ছিলেন। আলোচ্য মরসুমে ১৩ টি গোল করেছেন এবং ৩ টি অ্যাসিস্ট করেছেন। এই সেন্টার ফরোয়ার্ড উক্ত মরসুমে ৩২টি শট নেওয়ার চেষ্টা করেছিলেন, যার মধ্যে ২৩টি ছিল অন টার্গেটে এবং ১৩টি ক্ষেত্রে লক্ষ্যভেদ করেছিলেন। তাঁর গোল কনভার্সন রেট ৪০.৬২%।

২০২৩-২৪ মরসুমের আগে ওড়িশা এফসি-তে যাওয়ার পর নিজের ফর্মে ফিরেছেন কৃষ্ণা (Roy Krishna)। ডিফেন্ডারদের সঙ্গে ওয়ান-অন-ওয়ান, ড্রিবলিং করার ক্ষেত্রে দক্ষতা প্রদর্শন করেছিলেন। ফিজিয়ান তারকা ৩৫টি শট নিয়েছিলেন, যার মধ্যে ২৬ টি ছিল টার্গেটে এবং ১৩ টি গোলে রূপান্তরিত করতে পেরেছিলেন। কৃষ্ণার গোল কনভার্সন রেট ৩৭.১৪%।

Transfer News: ‘চ্যাম্পিয়ন’ ক্লাবে যোগ দিলেন মোহনবাগানের প্রাক্তন ফুটবলার

তুলনায় জেসন কামিংস (Jason Cummings) এই তালিকায় কিছুটা পিছিয়ে রয়েছেন। অজি ফরোয়ার্ড আইএসএলে তাঁর অভিষেক মরসুমে মোহনবাগান সুপার জায়ান্টের হয়ে লিগ শিল্ড জিতেছিলেন। আইএসএল ২০২৩-২৪ মরসুমে ১২ টি গোল ও ২ টি অ্যাসিস্ট করেছিলেন। নিয়েছিলেন মোট ৩৭টি শট, যার মধ্যে ২২টি ছিল অন টার্গেটে এবং ১২টি গোলে রূপান্তর করতে পেরেছিলেন। কনভার্সন রেট ৩২.৪২%।