ISL 2023-24: ভুলে ভরা পাঁচ গোলের ম্যাচে হারল ওড়িশা

Odisha fC

ISL 2023-24: ফুটবলে গোল শেষ কথা। এক ম্যাচে পাঁচ গোল। খেলা যথেষ্ট উপভোগ্য হয়েছে। ম্যাচ শুরু হবার প্রথম ৫ মিনিটের মাথায় গোল। অন্তিম গোল হল ম্যাচ শেষ হওয়ার ঠিক আগে। তবুও শনিবার এফসি গোয়া বনাম ওড়িশা এফসি ম্যাচ দেখে মন ভরার উপায় নেই। গোটা ম্যাচে অজস্র ভুল। বস্তুত ভুলের কারণে এই ম্যাচে হয়েছে একাধিক গোল। আরো গোল হতে পারত। হয়নি কারণ সহায় গল্প পোস্ট।

আগামী কয়েক দিন বন্ধ থাকবে ইন্ডিয়ান সুপার লীগ। আজ পরপর দুটি ম্যাচ। ভারতীয় ফুটবল প্রেমীদের উত্তেজনা বাড়িয়ে প্রথম ম্যাচে ৫ মিনিটের মধ্যে ওড়িশা এফসির হয়ে গোল করে যান মুর্তাদা ফল। সেট পিস থেকে গোল করেছেন তিনি। এফসি গোয়া ফুটবলাররা প্রতিপক্ষের এই অভিজ্ঞ ফরোয়ার্ডকে কার্যত অরক্ষিত অবস্থায় রেখেছিলেন নিজেদের বক্সে। যার ফলে যাওয়া হয় তাই হল। সুযোগ-সন্ধানী ফরওয়ার্ডের মত বল নাগালে আসা মাত্র গোল করেছেন ফল।

   

প্রথমার্ধে ওড়িশার পক্ষে স্কোরলাইন ১-০ থাকার পর বিরতির পর জোড়া গোল করে এফসি গোয়াকে ম্যাচে এগিয়ে। যার মধ্যে একটি গোল পেনাল্টি থেকে। এক গোলে পিছিয়ে পড়ার পর ফের ওড়িশার হয়ে ফল গোল করে স্কোরলাইন করেন ২-২। ম্যাচ যখন ড্র হওয়ার দিকে এগোচ্ছে ঠিক তখন, একেবারে অন্তিম লগ্নে গোল করে জন্য জে গুপ্তা। ওড়িশা রক্ষণে অরক্ষিত অবস্থায় থাকাকালীন গোল করে গোয়ার পক্ষে ম্যাচের ফল ৩-২ করে দেন তিনি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন