গতবারের আইএসএল (ISL 2023-24) মরশুমে যথেষ্ট সক্রিয় ছিল বেঙ্গালুরু এফসি। শুরুটা খুব একটা আনন্দদায়ক না থাকলেও পরবর্তীতে অনবদ্য ছন্দে ফিরে আসে সুনীল ব্রিগেড। পিছিয়ে থেকেও টুর্নামেন্টের একের পর এক ফুটবল ক্লাবকে টেক্কা দিয়ে প্লে অফের রাস্তা নিশ্চিত করে এই আইএসএল জয়ীরা।
পরবর্তীতে শক্তিশালী কেরালা ব্লাস্টার্স হোক কিংবা বাকিংহ্যামের মুম্বাই সিটি এফসি। তাদের সকলকে পিছনে ফেলে ফাইনাল ম্যাচ। কিন্তু শেষ রক্ষা হয়নি। ট্রাইবেকারে ময়দানের অন্যতম প্রধান তথা মোহনবাগান সুপারজায়ান্টস দলের কাছে পরাজিত হতে হয়েছিল গুরপ্রীতদের। একইভাবে এই নতুন মরশুমেও খুব একটা সুবিধাজনক স্থানে নেই দল। তবে আজ ম্যাচ জিতে লিগ টেবিলের কিছুটা উপরে উঠে এসেছে দল।
আজ নিজেদের ঘরের মাঠ অর্থাৎ কান্তিরাম্ভা স্টেডিয়ামে হায়দরাবাদ এফসির মুখোমুখি হয়েছিল জারাগোজার ছেলেরা। নির্ধারিত সময় শেষে ২-১ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে নিল সুনীল ব্রিগেড। বেঙ্গালুরুর জার্সিতে আজ গোল করেন যথাক্রমে জাভি হার্নান্দেজ এবং ভারতীয় ফুটবলার শিবশক্তি নারায়নান। অন্যদিকে, হায়দরাবাদের হয়ে একটিমাত্র গোল করেন রামহলুঞ্চুঙ্গা। আজকের এই জয়ের ফলে আইএসএলের পয়েন্ট টেবিলের ৮ নম্বরে উঠে আসলো বেঙ্গালুরু ফুটবল ক্লাব। বর্তমানে তাদের সংগ্রহে রয়েছে ১৭ ম্যাচে ১৮ পয়েন্ট। তাদের ঘাড়ের কাছেই নিশ্বাস ফেলছে কলকাতা ময়দানের এক প্রধান ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব।
অন্যদিকে, আজকের এই পরাজয়ের ফলে একেবারে তলানিতে থাকলো মাখন চোটেদের ক্লাব। বলা বাহুল্য, আজ ঘরের মাঠে ম্যাচ থাকলেও শুরু থেকেই যথেষ্ট চাপে ছিল চিংলেসানারা। প্রতিপক্ষের আক্রমণে বেশ কয়েকবার চাপে পড়ে গিয়েছিল বেঙ্গালুরু। কিন্তু পাল্টা আক্রমণ করতে ছাড়েনি নিখিল পূজারীরা। প্রথমার্ধে গোলের মুখ খোলা সম্ভব না হলেও ৭১ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দেন হার্নান্দেজ। কিন্তু তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। মিনিট দশেকের মাথায় খেলার সমতায় ফিরে আসে হায়দরাবাদ।
যার ফলে কিছুটা হলেও চাপে পড়ে যায় ফানাইরা। কিন্তু সুযোগ বুঝে গোল করতে ভোলেননি তরুণ ফুটবলার শিবশক্তি। তার গোলেই আসে জয়। তাছাড়া সবদিক বিচার বিবেচনা করে আজ প্লেয়ার অফ দ্যা ম্যাচও নির্বাচিত হন এই ফুটবলার।