ইন্ডিয়ান সুপার লিগের (ISL) সৌজন্যে জৌলুস বেড়েছে ভারতীয় ফুটবলের। বেড়েছে পুরস্কার মূল্যের পরিমাণ। শিল্ড বিজেতা, সেমিফাইনালে যোগ্যতা অর্জনকারী দল, রানার্স এবং চ্যাম্পি়য়ন দলের জন্য অপেক্ষা করে রয়েছে মোট অংকের টাকা।
ইন্ডিয়ান সুপার লিগের এবারের চাম্পিয়ন দল পেতে চলেছে ৬ কোটি টাকার পুরস্কার মূল্য। টুর্নামেন্টের দ্বিতীয় স্থান অধিকারী দল পাবে তিন কোটি টাকা। সেমিফাইনালে খেলা দুই দল পাবে দেড় কোটি টাকা। এবং শিল্ড জয়ীদের নামে হবে সাড়ে তিন কোটি টাকার পুরস্কার মূল্য।
এছাড়াও একাধিক বিভাগে দেওয়া হয় পুরস্কার মূল্য। যেমন –
- ১০ লক্ষ টাকা দেওয়া হয় বেস্ট পিচের জন্য।
- হিরো অব দ্যা লিগের জন্য ধার্য করা রয়েছে ৫ লক্ষ টাকা।
- গোল্ডেন বুট বিজেতা পাবেন তিন লক্ষ টাকা।
- গোল্ডেন গ্লভ উইনারও পাবেন তিন লক্ষ টাকা।
- লিগের সেরা উদীয়মান প্রতিভা জিতে নেবেন আড়াই লক্ষ টাকা।
- টুর্নামেন্টের সব থেকে ফিট ফুটবলার পাবেন আড়াই লক্ষ টাকা।
- উইনিং পাস অব দ্যা লিগের জন্য এক লক্ষ টাকা।
- উইনিং টিম ম্যাচ বোনাস ৫০ হাজার টাকা।
- ম্যান অব দ্যা ম্যাচ ৫০ হাজার টাকা।