Ishant Sharma: অ্যান্ডার্সনের চেয়ে ভালো বোলার জাহীর খান, মত ইশান্ত শর্মার

সম্প্রতি রণবীর আল্লাহবাদিয়ার ইউটিউব চ্যানেলে একটি সাক্ষাৎকার দেন ভারতের অন্যতম ফাস্ট বোলার ইশান্ত শর্মা। সেখানে তিনি বলেন, ভারতের আরেক ফাস্ট বোলার জাহির খান ইংল্যান্ডের জিমি…

Ishant Sharma: অ্যান্ডার্সনের চেয়ে ভালো বোলার জাহীর খান, মত ইশান্ত শর্মার

সম্প্রতি রণবীর আল্লাহবাদিয়ার ইউটিউব চ্যানেলে একটি সাক্ষাৎকার দেন ভারতের অন্যতম ফাস্ট বোলার ইশান্ত শর্মা। সেখানে তিনি বলেন, ভারতের আরেক ফাস্ট বোলার জাহির খান ইংল্যান্ডের জিমি অ্যান্ডার্সনের থেকে ভালো বোলিং করেন।

জিমি অ্যান্ডারসনের বোলিং স্টাইল ও পদ্ধতি একেবারেই আলাদা। বিভিন্ন কন্ডিশনে খেলেন। ইংল্যান্ডে খেলেন। হয়তো সে যদি ভারতে খেলত…,” ইশান্ত বলেছিল আগে রণবীর আল্লাহবাদিয়া হেসে বলেছিলেন, “…হয়তো সে (অ্যান্ডারসন) এমন সাফল্য পেত না।”

জবাবে ইশান্ত বলেছিলেন: “জিমি অ্যান্ডারসনের চেয়ে জাক (জাহির খান) ভালো।”

জহির খান ভারতের হয়ে ২০০টি ওডিআই খেলেন এবং ২৮২টি উইকেট নেন। দীর্ঘতম ফর্ম্যাটে, তিনি ৯২টি ম্যাচে ভারতের প্রতিনিধিত্ব করেছেন এবং ৩১১ উইকেট দাবি করেছেন। তিনি ১১টি পাঁচ উইকেট নিয়ে তার টেস্ট ক্যারিয়ারের ইতি টানেন।

Advertisements

যদিও জাহির খান ইতিমধ্যেই তার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, অ্যান্ডারসন বর্তমানে ইংল্যান্ডের টেস্ট দলের একজন অংশ। ডানহাতি পেসার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০২৩ সালের অ্যাশেজের প্রথম টেস্টের প্রথম একাদশে ছিলেন।

প্রথম ম্যাচে অ্যান্ডারসনের খেলা ১০৯ দিয়ে নিয়েছেন মাত্র একটি উইকেট।