Asia Cup: ঈশানের টানা চতুর্থ অর্ধশত রানে কূলকিনারা খুঁজে পেল না পাকিস্তান

Asia Cup 2023: পাকিস্তানের বিরুদ্ধে জ্বলে উঠলেন ভারতীয় দলের তারকা উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঈশান কিষাণ। তিনি কঠিন সময়ে এগিয়ে নিয়ে গিয়েছেন দলের রানের ঢাকা।

Ishan Kishan

Asia Cup 2023: পাকিস্তানের বিরুদ্ধে জ্বলে উঠলেন ভারতীয় দলের তারকা উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঈশান কিষাণ। তিনি কঠিন সময়ে এগিয়ে নিয়ে গিয়েছেন দলের রানের ঢাকা। পাকিস্তানের বোলারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার পর আরও একবার অর্ধশতরান পূর্ণ করলেন তিনি। ইশান ৮১ বলে ৮২ রান করেন, যার মধ্যে ৯ টি চার ও ২ টি ছয় মেরেছিলেন তিনি। হ্যারিস রউফের বলে উইকেট হারান ঈশান।

পাল্লেকেলে স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। এরপর ৬৬ রানে প্রথম ৪ উইকেট হারায় ভারতীয় দল। অধিনায়ক রোহিত শর্মা (১১), বিরাট কোহলি (৪), শুভমান গিল (১০) ও শ্রেয়াস আইয়ার (১৪)- রা উল্লেখযোগ্য রান করার আগে ফিরে যান সাজঘরে। এরপর ইশান কিষাণ ও তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ভারতীয় ইনিংসের হাল ধরেন। প্রথমে দু’জনেই সাবধানে ব্যাটিং করলেও যখন বলের দিকে চোখ আটকে যায়, তখন দুজনেই উইকেট সেট হয়ে যাওয়ার পর পাকিস্তানের বোলারদের বিরুদ্ধে আক্রমণাত্মক মেজাজ ধারণ করেন। ঈশান ও পান্ডিয়া পঞ্চম উইকেটে পঞ্চাশ রানের পার্টনারশিপ গড়েন।

   

এদিন ঈশান কিষাণ তার আন্তরজাতিক কেরিয়ারে আরও একটি হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। এটি ছিল ঈশানের ওয়ানডে ক্যারিয়ারের ষষ্ঠ পঞ্চাশ। পাকিস্তানের প্রায় প্রত্যেক বোলরের বিরুদ্ধে এদিন কথা বলেছে ঈশানের ব্যাট। ওয়ানডেতে এটি ইশান কিষাণের ষষ্ঠ অর্ধশত রান। তবে এটি তারা টানা চতুর্থ হাফ সেঞ্চুরি। এশিয়া কাপের আগে ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে টানা তিনটি হাফসেঞ্চুরি করেন তিনি। এবার পাকিস্তানের বিপক্ষে চতুর্থ ফিফটি করলেন ঈশান কিষান।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, ইশান কিষাণ( উইকেটরক্ষক), বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, শার্দুল ঠাকুর, মোহাম্মদ সিরাজ ও জসপ্রীত বুমরাহ।

পাকিস্তান দল: ফখর জামান, ইমাম-উল-হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), আগা সালমান, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, শাহিন আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ।