Dilip Trophy: দিলীপ ট্রফি খেলছেন না ঈষাণ কিষাণ, পরিবর্তে দলে এলেন ঈষাণ পোড়েল

Ishan Porel

দিলীপ ট্রফিতে (Dilip Trophy) ইস্ট জোনের হয়ে খেলতে চান না বলে জানিয়েছেন ঈষাণ কিষাণ। ভারত “এ”র অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ ইস্ট জোনের নেতৃত্ব দেবেন। তাঁর সহকারী হিসেবে থাকবেন প্রাক্তন ভারতীয় স্পিনার শাহবাজ নাদীম। কিষাণের দিলীপ ট্রফি খেলতে না চাওয়ার সিদ্ধান্তে অবাক হয়ে যান ইস্ট জোনের নির্বাচকরা।

নাম প্রকাশে অনিচ্ছুক ইস্ট জোন কমিটির এক সদস্য পিটিআইকে বলেন, “যেহেতু তিনি ডব্লিউটিসি ফাইনালের জন্য ভারতের স্কোয়াডে ছিলেন এবং কেএস ভরত, যিনি উইকেট কিপিং করেন দক্ষিণ অঞ্চলের হয়ে, আমরা জোনাল সিলেকশন কমিটির আহ্বায়ক দেবাশীষ চক্রবর্তীকে বলেছিলাম যে আমরা কিষানকে নির্বাচন করতে পারি কিনা।

   

“সাদা বলে ভারতের নিয়মিত সিনিয়র হওয়ায় তিনি অধিনায়কত্ব পেতে পারতেন। চক্রবর্তী ফোনে ঈশানের সাথে যোগাযোগ করেছিলেন এবং ফিরে এসে আমাদের বলেছিলেন যে তিনি দিলীপ ট্রফি খেলতে আগ্রহী নন। তার চোট আছে কি না তা আমাদের জানানো হয়নি। শুধু যে তিনি খেলতে চান না।” জানা যায় যে, কিষাণ তাঁর সিদ্ধান্ত জানালে ত্রিপুরার নির্বাচক জয়ন্ত দে যোগাযোগ করেন ঋদ্ধিমান সাহার সাথে।

সূত্র বলেন, “ঋদ্ধিমান বলেন যে দলীপ ট্রফি ভারতের সম্ভাব্যদের জন্য। আমি যদি কখনো ভারতের হয়ে খেলতে না যাই, তাহলে একজন তরুণকে খেলা থেকে বাধা দেওয়ার কোনো মানে হয় না। তাই আমরা অভিষেক পোড়েলকে বেছে নিয়েছিলাম, যিনি আমাদের তৃতীয় পছন্দ ছিলেন।”

স্কোয়াড: এ ঈশ্বরণ (অধিনায়ক), সান্তনু মিশ্র, সুদীপ ঘরামি, রিয়ান পরাগ, এ. মজুমদার, বিপিন সৌরভ, এ পোড়েল (উইকেটরক্ষক), কে কুশাগরা (উইকেটরক্ষক), এস নাদিম (ভিসি), শাহবাজ আহমেদ, মুকেশ কুমার, আকাশ দীপ , অনুকুল রায়, এম মুরা সিং, ঈশান পোড়েল।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন