আশঙ্কাই হয়তো সত্যি হতে চলেছে। ভারতে ফিরে আসা হয়তো বৃথা হল ফ্লোরেন্তিন পোগবার (Florentin Pogba)। শনিবার বিকেলে তাকে নিয়ে শুরু হয়েছে নয়া জল্পনা।
এফসি গোয়ার সঙ্গে লুকায় ভাস্কুয়েজের সম্পর্ক ছিন্ন হয়েছে। এই খবর ছড়িয়ে পড়ার কিছুক্ষণের মধ্যেই জল্পনা শুরু হয় মোহন বাগান (Mohun Bagan) সুপার জায়ান্টের ফ্লোরেন্তিন পোগবাকে নিয়ে। শোনা যাচ্ছে, বাগানের সঙ্গে ফরাসি তারকার গোল্ডেন হ্যান্ডশেক নাকি নিশ্চিত।
সবুজ মেরুন ব্রিগেডের সঙ্গে এখনও চুক্তি রয়েছে ফ্লোরেন্তিন পোগবার। সে কারণে প্রাক মরসুম অনুশীলনে দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি। বেশ কয়েক দিন হল কলকাতায় এসেছেন ফ্লোরেন্তিন। জেসন কামিন্স, হুগো বুমসরা যে দিন কলকাতায় পা রেখেছিলেন সে দিন তিনিও এসেছিলেন কলকাতায়। পোগবাকে কলকাতা বিমান বন্দরে দেখে অনেকেই বিস্মিত হয়েছিলেন। অনেকে আবার দাবি করছিলেন যে ক্লাবকে কিছু না জানিয়ে এসেছেন তারকা ডিফেন্ডার। যদিও এই জল্পনা অচিরেই লোপ পেয়েছে।
গত মরসুমে অনেক আশা করে ফ্লোরেন্তিন পোগবাকে সই করিয়েছিল এটিকে মোহন বাগান। কিন্তু চোটের কারণে মরসুমের মাঝপথে ফিরে গিয়েছিলেন দেশে। মাঠে নেমেও যে দারুণ কিছু করে দেখিয়েছিলেন এমনটা নয়। বলা ভালো আশায় জল ঢেলেছেন পোগবা।
নতুন মরসুম, নতুন উদ্দীপনা, নতুন আশা। পোগবা আগমনের প্রাথমিক বিস্ময় কাটিয়ে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন মোহনবাগান সমর্থকরা। শোনা যাচ্ছিল, মোহন বাগান সুপার জায়ান্টের বিকল্প ফুটবলারের ভাবনায় থাকতে পারেন তিনি। কিন্তু চোট থাকলে সেই ভাবনা কদিন টিকবে? এখনও পর্যন্ত মাঠে নামেননি। Durand Cup-এ বিদেশি ফুটবলারদের কোচ ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিচ্ছেন। পোগবা কিন্তু মাঠের বাইরে।