মশালবাহিনীতে যোগ দিচ্ছেন অ্যালেক্স সাজি? জানুন

নতুন মরসুমের কথা অনেক আগে থেকেই প্রস্তুতি শুরু (Transfer News) করেছিল ইমামি ইস্টবেঙ্গল (East Bengal )। যেখানে হাইপ্রোফাইল বিদেশিদের পাশাপাশি দেশীয় ব্রিগেডে ও থেকেছে চমক।…

alex saji

নতুন মরসুমের কথা অনেক আগে থেকেই প্রস্তুতি শুরু (Transfer News) করেছিল ইমামি ইস্টবেঙ্গল (East Bengal )। যেখানে হাইপ্রোফাইল বিদেশিদের পাশাপাশি দেশীয় ব্রিগেডে ও থেকেছে চমক। বর্তমান সময়ে দাঁড়িয়ে অধিকাংশ ফুটবলার যুক্ত হয়েছেন দলের সঙ্গে। আগামী কয়েকদিনের মধ্যেই শহরে এসে পৌঁছাবেন দলের আরেক বিদেশি ফুটবলার।

   

কিন্তু সেখানেই শেষ নয়। দলের রক্ষণভাগকে শক্তিশালী করতে এবার আরো এক ভারতীয় ডিফেন্ডারকে দলে টানতে মরিয়া লাল-হলুদ ব্রিগেড। সেক্ষেত্রে গত কয়েক সপ্তাহ ধরেই বারংবার উঠে এসেছে অ্যালেক্স সাজির নাম। শেষ মরসুমে থাংবোই সিংতোর হায়দরাবাদ এফসির হয়ে খেলেছিলেন বছর চব্বিশের এই রাইট ব্যাক। সিজন জুড়ে দলের পারফরম্যান্স খুব একটা ভালো না থাকলেও একক দক্ষতায় যথেষ্ট নজর কেড়েছিলেন তিনি।

স্বাভাবিকভাবেই নতুন সিজনে তাঁকে দলে টানতে মরিয়া হয়ে ওঠে আইএসএলের একাধিক ফুটবল ক্লাব। সেক্ষেত্রে ট্রান্সফার উইন্ডো চালু হওয়ার পর থেকেই বারংবার উঠে আসতে থাকে কেরালার এই ফুটবলারের নাম। হিসাব অনুযায়ী আগামী ২০২৫ সাল পর্যন্ত নিজামের শহরের এই ফুটবল ক্লাবের সঙ্গে চুক্তি থাকলেও বাড়তি ট্রান্সফার ফি দিয়ে সাজিকে দলে টানতে মরিয়া ইমামি ইস্টবেঙ্গল।

তাহলে কি কলকাতার দুই প্রধানে আসছেন এই ভারতীয় ডিফেন্ডার? বিশেষ সূত্র মারফত খবর, এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি বিষয়টি। এমনকি হায়দরাবাদ ছাড়ার বিষয়ে এখনও অব্দি কোনো তথ্য উল্লেখ করেননি এই ভারতীয় ডিফেন্ডার। যারফলে তাঁর যোগদান ঘিরে রয়ে গিয়েছে ধোঁয়াশা। তবে পরবর্তীতে হায়দরাবাদ ম্যানেজমেন্ট চাইলে ট্রান্সফার ফি দিয়ে তাঁকে অন্যত্র পাঠানোর সিদ্ধান্ত নিতে পারবে।