বেশ কিছুমাস আগেই ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তীরে এসে তরী ডুবেছিল তাঁদের | সদ্য টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে হেরে নিজেদের ‘চোকার্স’ তকমা ঘোচাতে ব্যর্থ হয়েছিল আফ্রিকান ক্রিকেট দল| এছাড়াও ভারতের মাটিতে অনুষ্ঠিত একদিনের ক্রিকেট বিশ্বকাপেও খুব একটা আশানুরূপ পারফরম্যান্স করতে ব্যর্থ হয় তাঁরা| এরই মধ্যে দলের অন্যতম সেরা ব্যাটার কুইণ্টন ডি কক অবসর নিয়ে নেন| সব মিলিয়ে বর্তমানে কোণঠাসা হয়ে দাঁড়ানো প্রোটিয়া দলের কাছে বর্তমান দক্ষিণ আফ্রিকা বনাম আয়ারল্যান্ড (South africa vs Ireland)ই ছিল ঘুরে দাঁড়ানোর মঞ্চ| তবে এই মহুর্তে আবুধাবিতে সিরিজের প্রথম ম্যাচে ৬০ রানে দ্রত ৩ উইকেট হারিয়ে সে সম্ভাবনাও ক্রমশ ক্ষীণ হয়ে আসছে দক্ষিণ আফ্রিকা দলের| অন্যদিকে দুই পেসার ক্রেগ এবং আদিরের ওপর ভর করেই প্রথমবার প্রোটিয়াদের হারানোর স্বপ্ন দেখছেন আয়ারল্যান্ড টিমের অধিনায়ক পল স্টার্লিং|
YESS YOUNGY!!! 🙌
That’s a beauty to get the better of the South Africa skipper!
▪️ South Africa 36-2 (8 overs)
SCORE: https://t.co/NQBnoobNBi
MATCH PROGRAMME: https://t.co/sKRI98cTxO
WATCH: ROI/UK: TNT Sports 4
WATCH ELSEWHERE: https://t.co/btaULt2bGb#IREvSA #BackingGreen… pic.twitter.com/aKI39hJ39T— Cricket Ireland (@cricketireland) October 2, 2024
এ বছরের শুরুতেই জিম্বাবোয়েকে ঘরের মাঠে হোয়াইটওয়াশ করেছিলেন ক্যাম্পর-ডকরেলরা| এরপর আফগানিস্তানের বিরুদ্ধে লজ্জার হার হারতে হয় আইরিশদের| হারের পর ক্রমতালিকাতেও পরিবর্তন আসে| একদিনের ক্রিকেটের ক্রমতালিকায় নীচের দিকে নেমে যান তাঁরা| সবমিলিয়ে এই সিরিজ আফ্রিকানদের পাশাপাশি গুরুত্বপূর্ণ ছিল আইরিশদের জন্যও| এদিন আবুধাবির উইকেটে টস জিতে আফ্রিকানদের ব্যাট করতে পাঠান পল স্টার্লিং| তবে ব্যাট করতে নেমেই শুরু হয় বিপর্যয়| আয়ারল্যান্ড বিরুদ্ধে নেমে শুরুতেই ওপেনার জরজিকে ফিরিয়ে দেন আইরিশ পেসার মার্ক আদির| এরপর ফিরে যান অধিনায়ক বাভুমা (৪) এবং ভ্যান ডার দুসেন(০)| তবে দুই গুরুত্ব পূর্ণ ব্যাটার ফিরলেও ক্রিজে টিকে রয়েছেন রিকলেটন (৪০*)|
আয়ারল্যান্ডের হয়ে এই মুহূর্তে দুটি উইকেট নিয়েছেন বিশ্বকাপে সাড়াজাগানো পেসার আদির| একটি উইকেট এসেছে ক্রেগের দখলে| তবে দুই পেসাররা সাড়া জগালেও আশানুরূপ পারফরম্যান্স করতে ব্যর্থ হয়েছেন স্পিনাররা| এই মুহূর্তে (South africa vs Ireland)ভার হাত ঘোরালেও কোনও উইকেট পাননি ক্যাম্পার এবং হোয় জুটি| (এই প্রতিবেদন লেখা পর্যন্ত )