ক্রেগ অস্ত্রেই দক্ষিণ আফ্রিকা বধের ছক কষছে আয়ারল্যান্ড

বেশ কিছুমাস আগেই ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তীরে এসে তরী ডুবেছিল তাঁদের | সদ্য টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে হেরে নিজেদের ‘চোকার্স’ তকমা ঘোচাতে ব্যর্থ হয়েছিল আফ্রিকান…

Ireland Plans to Challenge South Africa with Craig Young as Key Weapon

বেশ কিছুমাস আগেই ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তীরে এসে তরী ডুবেছিল তাঁদের | সদ্য টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে হেরে নিজেদের ‘চোকার্স’ তকমা ঘোচাতে ব্যর্থ হয়েছিল আফ্রিকান ক্রিকেট দল| এছাড়াও ভারতের মাটিতে অনুষ্ঠিত একদিনের ক্রিকেট বিশ্বকাপেও খুব একটা আশানুরূপ পারফরম্যান্স করতে ব্যর্থ হয় তাঁরা| এরই মধ্যে দলের অন্যতম সেরা ব্যাটার কুইণ্টন ডি কক অবসর নিয়ে নেন| সব মিলিয়ে বর্তমানে কোণঠাসা হয়ে দাঁড়ানো প্রোটিয়া দলের কাছে বর্তমান দক্ষিণ আফ্রিকা বনাম আয়ারল্যান্ড (South africa vs Ireland)ই ছিল ঘুরে দাঁড়ানোর মঞ্চ| তবে এই মহুর্তে আবুধাবিতে সিরিজের প্রথম ম্যাচে ৬০ রানে দ্রত ৩ উইকেট হারিয়ে সে সম্ভাবনাও ক্রমশ ক্ষীণ হয়ে আসছে দক্ষিণ আফ্রিকা দলের| অন্যদিকে দুই পেসার ক্রেগ এবং আদিরের ওপর ভর করেই প্রথমবার প্রোটিয়াদের হারানোর স্বপ্ন দেখছেন আয়ারল্যান্ড টিমের অধিনায়ক পল স্টার্লিং|

   

এ বছরের শুরুতেই জিম্বাবোয়েকে ঘরের মাঠে হোয়াইটওয়াশ করেছিলেন ক্যাম্পর-ডকরেলরা| এরপর আফগানিস্তানের বিরুদ্ধে লজ্জার হার হারতে হয় আইরিশদের| হারের পর ক্রমতালিকাতেও পরিবর্তন আসে| একদিনের ক্রিকেটের ক্রমতালিকায় নীচের দিকে নেমে যান তাঁরা| সবমিলিয়ে এই সিরিজ আফ্রিকানদের পাশাপাশি গুরুত্বপূর্ণ ছিল আইরিশদের জন্যও| এদিন আবুধাবির উইকেটে টস জিতে আফ্রিকানদের ব্যাট করতে পাঠান পল স্টার্লিং| তবে ব্যাট করতে নেমেই শুরু হয় বিপর্যয়| আয়ারল্যান্ড বিরুদ্ধে নেমে শুরুতেই ওপেনার জরজিকে ফিরিয়ে দেন আইরিশ পেসার মার্ক আদির| এরপর ফিরে যান অধিনায়ক বাভুমা (৪) এবং ভ্যান ডার দুসেন(০)| তবে দুই গুরুত্ব পূর্ণ ব্যাটার ফিরলেও ক্রিজে টিকে রয়েছেন রিকলেটন (৪০*)| 

আয়ারল্যান্ডের হয়ে এই মুহূর্তে দুটি উইকেট নিয়েছেন বিশ্বকাপে সাড়াজাগানো পেসার আদির| একটি উইকেট এসেছে ক্রেগের দখলে| তবে দুই পেসাররা সাড়া জগালেও আশানুরূপ পারফরম্যান্স করতে ব্যর্থ হয়েছেন স্পিনাররা| এই মুহূর্তে (South africa vs Ireland)ভার হাত ঘোরালেও কোনও উইকেট পাননি ক্যাম্পার এবং হোয় জুটি| (এই প্রতিবেদন লেখা পর্যন্ত )