গুরুগ্রামের হাসপাতালে জীবন-মরণ যুদ্ধে তারকা ক্রিকেটার

বৃহস্পতিবার ক্রিকেট আয়ারল্যান্ড জানিয়েছে, অলরাউন্ডার সিমি সিং গুরুতর অসুস্থতায় ভুগছেন। তবে তাঁর অসুস্থতা সম্পর্কে এখনও পূর্ণাঙ্গ তথ্য নিশ্চিত হওয়া যায়নি। রিপোর্ট অনুযায়ী, সিমি সিং বর্তমানে…

simi singh cricketer

short-samachar

বৃহস্পতিবার ক্রিকেট আয়ারল্যান্ড জানিয়েছে, অলরাউন্ডার সিমি সিং গুরুতর অসুস্থতায় ভুগছেন। তবে তাঁর অসুস্থতা সম্পর্কে এখনও পূর্ণাঙ্গ তথ্য নিশ্চিত হওয়া যায়নি। রিপোর্ট অনুযায়ী, সিমি সিং বর্তমানে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভর্তি।

   

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ফের ভারত? করা হল বড় দাবি

৩৭ বছর বয়সী সিমি আয়ারল্যান্ডের হয়ে ৫৩টি টি-টোয়েন্টি ও ৩৫টি ওয়ানডে খেলেছেন। মূলত মিডল অর্ডার ব্যাটসম্যান সিমি স্পিন বোলিং করেন। তিনি সর্বশেষ আয়ারল্যান্ডের হয়ে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছিলেন এবং শেষবার প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছিলেন এক বছর আগে।

ক্রিকেট আয়ারল্যান্ডের প্রধান নির্বাহী ওয়ারেন ডট্রম এক বিবৃতিতে জানিয়েছেন, ‘আমরা একটি দুঃখজনক খবর পেয়েছি। আমাদের বন্ধু সিমি সিং বর্তমানে শারীরিক অসুস্থতার সঙ্গে লড়াই করছে। সিমির এই লড়াইয়ে আয়ারল্যান্ড ক্রিকেটের পক্ষ আমরা তাঁর আরোগ্য কামনা করছি। আয়ারল্যান্ডে যোগ দেওয়ার পর থেকে আন্তর্জাতিক, বিভাগীয় ও ক্লাব পর্যায়ে আইরিশ ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছেন সিমি। আশা করি তাঁর সফল হওয়ার দৃঢ় ইচ্ছাশক্তি বর্তমান পরিস্থিতি কাটিয়ে উঠতে সহায়তা করবে।’

মৃত্যুর মুখ থেকে ফিরে পদক ট্যাক্সিচালকের ছেলের, চিনে রাখুন ভারতের এই কপিলকে

২৫.৯২ গড় ও ৩.৯৯ গড়ে ৩৯টি ওয়ানডে উইকেট রয়েছে সিমির। একই সঙ্গে টি-টোয়েন্টিতে ২৭.৮৪ গড় ও ৭.৬১ ইকোনমি গড়ে ৪৪ উইকেট নিয়েছেন তিনি। ২০২১ সালে ওয়ানডেতে ২০.১৫ গড়ে ১৯ উইকেট নেওয়ার পাশাপাশি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় রান তাড়া করতে নেমে ৯১ বলে ১০০ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন তিনি।