AFC Asian Cup 2023: মেসোপটেমিয়ান সিংহের গর্জনে কাঁপল ইন্দোনেশিয়া

সোমবার আহমেদ বিন আলী স্টেডিয়ামে ইন্দোনেশিয়াকে (Indonesia ) ৩-১ গোলে হারিয়ে এএফসি এশিয়ান কাপ কাতার ২০২৩ (AFC Asian Cup 2023) গ্রুপ ‘ডি’র মিশন শুরু করেছে…

Iraq Indonesia

সোমবার আহমেদ বিন আলী স্টেডিয়ামে ইন্দোনেশিয়াকে (Indonesia ) ৩-১ গোলে হারিয়ে এএফসি এশিয়ান কাপ কাতার ২০২৩ (AFC Asian Cup 2023) গ্রুপ ‘ডি’র মিশন শুরু করেছে ইরাক (Iraq)। ১৬ বছরের অনুপস্থিতির পর টুর্নামেন্টে ইন্দোনেশিয়ার প্রত্যাবর্তনের ম্যাচে কোচ শিন তাই-ইয়ংয়ের দল তাদের প্রতিপক্ষের বিরুদ্ধে আক্রমণাত্মক মেজাজ নিয়ে মাঠে নেমেছিল। খেলা চলার সাথে সাথে ইন্দোনেশিয়ার দাপট কমতে শুরু করে। এদিকে ডান দিক নেওয়া থেকে ফ্রি-কিক থেকে আলী আদনানের গোলে এগিয়ে যায় প্রধান কোচ জেসুস কাসাসের দল।

ইরাকি বক্সে গোলরক্ষক জালাল হাসানের ক্রস ঠেকানোর পর ইন্দোনেশিয়া প্রায় তাৎক্ষণিকভাবে সাড়া দেয়। তবে মার্সেলিনো ফার্দিনান প্রথমবারের মতো আঘাত করলেও ক্রসবারে আঘাত করে ব্যর্থ হয় সেই প্রয়াস। পাঁচ বছর আগে সংযুক্ত আরব আমিরশাহির মতো ইরাকের এএফসি এশিয়ান কাপের খাতা খোলেন মহনাদ আলী। ২৩ বছর বয়সী এই ফরোয়ার্ড প্রথমে ইন্দোনেশিয়ার হাফ থেকে একটি লুজ বল ছিনিয়ে নিয়ে ১৭তম মিনিটে গোলরক্ষককে এগিয়ে দেন ইরাককে।

বিরতির আট মিনিট বাকি থাকতে ইন্দোনেশিয়ার ফার্দিনানকে সহজ সুযোগ কাজে লাগিয়ে স্কোরলাইন ১-১ করেন। ম্যাচের দ্বিতীয়ার্ধ শেষ হওয়ার কয়েক সেকেন্ড আগে রশিদের গোলে লিড নেয় মেসোপটেমিয়ার লায়ন্স। ইন্দোনেশিয়ার হয়ে এই ম্যাচে ফারদিনান

তৃতীয় ইরাকি গোলটি ৭৫ তম মিনিটে আসে বদলি খেলোয়াড় আয়মেন হুসেইনের প্রচেষ্টা থেকে। আয়মেন ইন্দোনেশিয়ার বক্সের ভিতরে শারীরিক সক্ষমতার পরিচয় দিয়ে হাফ ভলিতে বল জড়িয়ে দেন জালে।
ইরাকের পরের ম্যাচে শুক্রবার এডুকেশন সিটি স্টেডিয়ামে রেকর্ড চ্যাম্পিয়ন জাপানের বিরুদ্ধে। অন্যদিকে ইন্দোনেশিয়া ২০০৭ সালের পর প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপ জয়ের লক্ষ্যে আবদুল্লাহ বিন খলিফা স্টেডিয়ামে আসিয়ানের সহযোগী দল ভিয়েতনামের মুখোমুখি হবে।