IPL2022: আইপিএল-এর প্লে-অফ হবে এই শহরে

আগামী ২৬ মার্চ শুরু হতে চলেছে আইপিএল (IPL2022)। কোভিডের আবহে আগের মরশুমের অভিজ্ঞতার কথা মাথায় রেখে যে এবার আইপিএলের ভেন্যু নিয়ে যে অনেক বেশি সতর্ক…

IPL

আগামী ২৬ মার্চ শুরু হতে চলেছে আইপিএল (IPL2022)। কোভিডের আবহে আগের মরশুমের অভিজ্ঞতার কথা মাথায় রেখে যে এবার আইপিএলের ভেন্যু নিয়ে যে অনেক বেশি সতর্ক ভারতীয় বোর্ড। প্রুপ পর্যায়ের পুরো খেলাই মুম্বই এবং পুণেতে হবে তা আগেই জানা গেছে। তবে প্লে অফ এবং ফাইনাল কোথায় খেলা হবে, তা এখনও ঘোষণা করা হয়নি। সোমবার বিসিসিআইয়ের সূত্র উদ্ধৃত করে ক্রিকবাজ জানিয়েছে, প্লে- অফ এবং ফাইনাল ম্যাচ আমদাবাদে আয়োজনের ইঙ্গিত দিয়ে রাখা হয়েছে।

“বিসিসিআইয়ের হাতে সেই ক্ষমতা থাকবে, যাতে নিজেদের খরচে প্লে আফ ম্যাচ যে কোনও স্টেডিয়ামে আয়োজন করতে পারবে। ফ্র্যাঞ্চাইজি চুক্তি অনুযায়ী, সেক্ষেত্রে কেন্দ্রীয় স্বত্ব আয়ের যে অংশটা ফ্র্যাঞ্চাইজিদের প্রাপ্য, তা বিসিসিআইয়ের তরফে মেটানো হবে সেই ক্ষেত্রে। বিসিসিআই টুর্নামেন্টের সমাপ্তি অনুষ্ঠান করতেও বাধ্য নয়। যদি তা করা হয় (বিসিসিআই নিজেদের ক্ষমতাবলে যদি অন্য কোনও সিদ্ধান্ত না নেয়), তাহলে তা আয়োজন করা হবে ফাইনালের দিনেই। যে স্টেডিয়ামে ফাইনাল খেলা হবে, সেখানেই আয়োজন করা হবে এই অনুষ্ঠানের।”-বিসিসিআইয়ের তরফে জারি করা ভেন্যু নির্দেশিকায় এমনটাই বলা হয়েছে। 

   

Advertisements

প্রসঙ্গত, আমদাবাদে যে প্লে-অফ এবং ফাইনালের ম্যাচ সরতে পারে, তা নিয়ে কানাঘুষো শোনা যাচ্ছিল অনেকদিন আগে থেকেই।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News