সম্মান না পেয়ে ছেড়েছিলেন শাহরুখের ফ্র্যাঞ্চাইজি! বোমা ফাটালেন IPL জয়ী অধিনায়ক

আইপিএল জয়ী অধিনায়ক (IPL Winning Captain) শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) অবশেষে মুখ খুললেন তাঁর প্রাক্তন দল কলকাতা নাইট রাইডার্স (KKR) নিয়ে। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিস্ফোরক…

IPL Winning Captain Shreyas Iyer Reveals The Reason Behind Exit From KKR

আইপিএল জয়ী অধিনায়ক (IPL Winning Captain) শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) অবশেষে মুখ খুললেন তাঁর প্রাক্তন দল কলকাতা নাইট রাইডার্স (KKR) নিয়ে। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিস্ফোরক মন্তব্য করে তিনি জানান, কেকেআরের অধিনায়ক হয়েও তাঁকে যথাযথ সম্মান বা স্বাধীনতা দেওয়া হয়নি। তিনি দলের স্ট্র্যাটেজি মিটিংয়ে থাকলেও, তাঁর মতামতকে গুরুত্ব দেওয়া হতো না। একপ্রকার ‘নামমাত্র’ ক্যাপ্টেন হয়েই থাকতে হয়েছিল তাঁকে।

অভিষেক নাকি কুলদীপ? জিতেশের জায়গা পাকা! প্রথম একাদশ নিয়ে চিন্তিত গম্ভীর

   

শ্রেয়স বলেন, “অধিনায়ক এবং ক্রিকেটার হিসেবে আমার অনেক কিছু দেওয়ার ক্ষমতা রয়েছে। যোগ্য সম্মান পেলে আমি সবকিছু করতে পারি। পঞ্জাব কিংসে সেই সম্মানটাই পেয়েছি। কোচ, প্লেয়ার, সাপোর্ট স্টাফ সবাই পাশে থেকেছে। মাঠ এবং মাঠের বাইরে আমাকে সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছিল।”

প্রসঙ্গত, গত আইপিএলে পঞ্জাব কিংসের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেন শ্রেয়স আইয়ার। দলের অধিনায়ক হিসেবে এবং ব্যাটসম্যান হিসেবেও নজর কাড়েন তিনি। ভারতকে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতানোর পরই পঞ্জাব তাঁকে অধিনায়কের দায়িত্ব দেয়। তাঁকে কেন্দ্র করেই তৈরি হয় দলের কোর স্ট্র্যাটেজি। শ্রেয়সের দাবি, পঞ্জাবে তাঁর অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়ে সিদ্ধান্তে তাঁকে সম্পূর্ণরূপে যুক্ত করা হয়েছিল।

ওমান বধে আত্মবিশ্বাসী ভারত, প্লেয়ারদের কৃতিত্ব দিয়ে ঐক্যের বার্তা জামিলের

তিনি বলেন, “চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর যখন পঞ্জাবে যোগ দিই, তখন সবাই আমার অভিজ্ঞতা থেকে শিখতে চেয়েছিল। ম্যানেজমেন্টের পক্ষ থেকে স্পষ্ট বলা হয়েছিল, দলের ভবিষ্যৎ গঠনে আমাকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। সেই বিশ্বাসই আমার পারফরম্যান্সে প্রতিফলিত হয়েছে।”

কিন্তু কেকেআরের প্রসঙ্গে আসতেই আক্ষেপের সুর শ্রেয়সের কণ্ঠে। তিনি বলেন, “কেকেআরে আমি অধিনায়ক ছিলাম ঠিকই, কিন্তু স্ট্র্যাটেজিক সিদ্ধান্তে আমার মতামতকে গুরুত্ব দেওয়া হতো না। আমি বৈঠকে থাকতাম, কথা বলতাম, কিন্তু আমার কথা শুনে কার্যকর কোনও সিদ্ধান্ত নেওয়া হতো না। এটা একজন অধিনায়কের পক্ষে হতাশাজনক অভিজ্ঞতা।”

২০২৪ সালের আইপিএল মরসুমের আগে কেকেআর শ্রেয়সকে রিটেনশন তালিকায় রাখেনি। গুঞ্জন উঠেছিল, পারিশ্রমিক নিয়ে মতবিরোধের কারণেই এই বিচ্ছেদ। যদিও সরকারিভাবে কেউ তা স্বীকার করেনি। কিন্তু শ্রেয়সের সাম্প্রতিক বক্তব্যে স্পষ্ট, টাকার থেকেও বেশি গুরুত্বপূর্ণ ছিল সম্মান ও ভূমিকা।

Advertisements

মরু শহরে আজ থেকে শুরু এশিয়া কাপ, বুধবার নামছে ভারত; রইল বিস্তারিত সূচি

তিনি বলেন, “আমি আমার কাজ সর্বোচ্চ সততার সঙ্গে করেছি। দলের সাফল্যের জন্য দিনরাত এক করেছি। কিন্তু প্রত্যাশিত সম্মান পাইনি। একজন অধিনায়ক যখন নিজের অবদানকে অপ্রাসঙ্গিক মনে করেন, তখন তিনি বাধ্য হন অন্য পথ বেছে নিতে।”

এই মন্তব্যের পরেই প্রশ্ন উঠছে, কেকেআর কেন এমন প্রতিভাবান একজন অধিনায়ককে ধরে রাখতে পারল না? গত মরসুমে নাইট শিবিরের পারফরম্যান্সও ছিল হতাশাজনক। অজিঙ্ক রাহানের অধিনায়কত্বে দল শেষ করেছিল পয়েন্ট টেবিলের আট নম্বরে। বিপরীতে, শ্রেয়সের নেতৃত্বে পাঞ্জাব কিংস পৌঁছেছিল সেমিফাইনালে।

ক্রিকেট মহলে এখন এই বিষয়টি নিয়ে শুরু হয়েছে তীব্র আলোচনা। অনেকেই মনে করছেন, কেকেআর ম্যানেজমেন্টের অভ্যন্তরীণ রাজনীতি ও সিদ্ধান্ত গ্রহণের স্বচ্ছতার অভাবই এই সমস্যার মূলে। গৌতম গম্ভীরের ভূমিকাও এবার প্রশ্নের মুখে।

শেষে শ্রেয়স জানান, “এখন যেখানে পৌঁছেছি, সেটা অনেক কঠিন সিদ্ধান্তের ফল। নিজেকে প্রমাণ করার জন্য আমি কখনও পিছপা হইনি। এখন আমি সেই জায়গায় যেখানে আমার মতামতকে সম্মান দেওয়া হয়। সেটাই একজন খেলোয়াড়ের সবচেয়ে বড় প্রাপ্তি।”

IPL Winning Captain Shreyas Iyer Reveals The Reason Behind Exit From KKR