৩১ মার্চ থেকে শুরু হচ্ছে চলতি মরশুমের আইপিএল (IPL)। হাতে আর বেশী সময় নেই। তাই কলকাতায় থেকেই দিল্লি ক্যাপিটালসের প্র্যাকটিস শুরু করলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। সেখানে উপস্থিত হয়েছেন সরফরাজ খান, পৃথ্বী শ, ঈশান্ত শর্মা, মণীশ পাণ্ডে ও চেতন সাকারিয়ার মতো ক্রিকেটাররা। তবে সল্টলেকের যাদবপুরের ময়দানে নজর কাড়লেন তরুণ বাঙালি খেলোয়াড় অভিষেক পোড়েল। শোনা যাচ্ছে, তাঁকে ঋষভের বিকল্প হিসাবে ব্যবহার করতে পারে দিল্লি ক্যাপিটালস্।
শোনা যাচ্ছে, তাঁকে দ্বিতীয় বিকল্প হিসাবে ব্যবহার করা হতে পারে। কারণ, দিল্লি দলে রয়েছেন, ইংল্যান্ডের উইকেট কিপার ব্যাটার ফিল সল্ট। তার সঙ্গে, অভিষেককেও দলে রাখতে চাইছে দিল্লি ক্যাপিটালস। তবে ঋষভ পান্থের জায়গা কী পুরোন করতে পারবে চন্দননগরের তরুণ? এই প্রশ্ন উঠতে শুরু করেছে।
গত ডিসেম্বরে বড়সড় দুর্ঘটনায় মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন ঋষভ পান্থ। ধীরে ধীরে সুস্থ হচ্ছেন তিনি। কিন্তু এখনই তাঁর ময়দানে ফেরা সম্ভব নয়। তাই অভিষেককে ব্যবহার করা হতে পারে। কোচ রিকি পন্টিংয়ের অনুপস্থিতিতে এখন কোচিংয়ের দায়িত্ব সামলাচ্ছেন মহারাজ নিজেই। ঢাকা থেকে ফিরে সোজা যোগ দিয়েছেন প্র্যাকটিসে। শনিবার বিকেল ৪ টে অবধি চলে অনুশীলন।
ভারতীয় ক্রিকেটে ভবিষ্যতের তারকা নিয়ে মুখ খোলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন প্রেসিডেন্ট। এক চ্যানেলের সাক্ষাৎকারে ভারতের প্রাক্তন অধিনায়ক জানিয়েছেন, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, পৃথ্বী শ, শুভমান গিল, ঋতুরাজ গায়কোয়াড ও উমরান মালিক আগামী কয়েকবছর ভাল খেলবে। আগামী দিনে সূর্যকুমার ভালো খেলবে বলেও জানিয়েছেন তিনি।